Ajker Patrika

ঘরেই পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধ ছড়ানোর পর উদ্ধার 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৫: ৩৯
ঘরেই পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধ ছড়ানোর পর উদ্ধার 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, এক সপ্তাহ ধরে ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। পরে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। 

গতকাল শুক্রবার রাতে মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

ওই ব্যক্তির নাম মো. হারুন (৫৮)। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। 

হারুনের ভাতিজা ফাহিম ফারুক আজকের পত্রিকাকে জানান, তাঁর চাচার সঙ্গে সর্বশেষ ঈদের আগে কথা হয়েছিল তাঁর। পরিবারের কারও সঙ্গে যোগাযোগ রাখতেন না হারুন। মূলত তাঁর চাচার কোনো আয় ছিল না। শেয়ারবাজারের ব্যবসা করে অনেক টাকা লোকসানে পড়েছিলেন, যে কারণে চাচার থাকা-খাওয়ার খরচের টাকা পাঠাতেন ফাহিম। 

পুলিশ বলছে, মিজমিজি এলাকায় নিহত ব্যক্তির পরিবারের অন্য কোনো সদস্য নেই। তিনি অবিবাহিত। একা একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সপ্তাহখানেক ধরে ঘরের ভেতর দিয়ে বন্ধ থাকায় মানুষ বুঝতে পারেনি বিষয়টি। গতকাল রাতে মরদেহ থেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের ভাড়াটিয়ারা পুলিশকে কল দেন। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ দেখতে পান। মরদেহের শরীরের অর্ধেক অংশ বাথরুমের ভেতর আর বাকিটুকু পড়ে ছিল বাইরে। ধারণা করা হচ্ছে, সাত-আট দিন ধরে লাশটি বাসায় পড়ে ছিল। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে আমাদের থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত