Ajker Patrika

কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে রয়েছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪৩
কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে রয়েছে: ডিএমপি কমিশনার

জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন করে কোনো অপরাধে জড়ালে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। তিনি বলেন, ‘যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে কারামুক্ত হয়েছে, তারা নজরদারিতে রয়েছে। কোনো অপরাধ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

আজ রোববার সকালে পল্টন আউটার স্টেডিয়ামে ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক পুলিশ সদস্য কর্মস্থলে ফেরেননি, তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এখনো যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’ 

এ ছাড়া মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, জেনেভা ক্যাম্পে অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেপ্তার হয়েছে। 

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে বলেও আশ্বস্ত করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত