Ajker Patrika

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারে ওঠা নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৯: ৫৬
হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারে ওঠা নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজধানীর হাতিরঝিলে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারে উঠে বসে থাকা নারীকে নিচে নামিয়ে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তাঁকে নামিয়ে আনা হয়। হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। 

আব্দুল কুদ্দুস জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় মধ্যবয়সী ওই নারীকে নামিয়ে আনা হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উদ্ধার অভিযান শেষ হয়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। 

টাওয়ারের উচ্চতা সম্পর্কে এই কর্মকর্তা বলেন, জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের উচ্চতা ১৭০ ফুট। ওই নারী আনুমানিক ১০০ ফুট উঠে বসেছিলেন। আরেকটু উঠলে বিদ্যুতায়িত হওয়ার আশঙ্কা ছিল। তাঁকে নিরাপদে নামিয়ে এনে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে মধুবাগ এলাকায় ঘোরাঘুরি করতেন এই নারী। তিনি মানসিকভাবে অসুস্থ। তবে কীভাবে হাতিরঝিলের মাঝে থাকা বিদ্যুতের টাওয়ারে তিনি উঠলেন সেটি বোঝা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত