Ajker Patrika

সাড়ে ২৬ কেজির পদ্মার পাঙাশ বিক্রি হলো ৪৪ হাজারে

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
সাড়ে ২৬ কেজির পদ্মার পাঙাশ বিক্রি হলো ৪৪ হাজারে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ২৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার রতন হালদারের জালে পাঙাশটি ধরা পড়ে। 

পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট মৎস্য আড়তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন। আজ সকালে ঢাকার এক মাছ ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছেন তিনি। 

জেলে রতন হালদার বলেন, শনিবার কয়েকজনকে নিয়ে নদীতে মাছ শিকারে যাই। বিকেলে নদীতে জাল ফেলি। সন্ধ্যায় জাল টেনে নৌকায় তোলার সময় দেখতে পাই বড় একটি পাঙাশ মাছ। মাছটি ওজন দিয়ে দেখি ২৬ কেজি ৫০০ গ্রাম। মাছটি বিক্রি করার জন্য নিলে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন। মাছটি কিনে তিনি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। তখন মাছটি দেখতে অনেকেই ভিড় জমান। 

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এখন মাঝে মধ্যে বড় মাছ ধরা পড়ছে। তবে ২৬ কেজি ওজনের পাঙাশ খুব কমই দেখা গেছে এবার। আজ সকালে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে মাছটি প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। তবে ঢাকার ব্যবসায়ীর কাছে কতো টাকায় বিক্রি করেছেন তা বলতে চাননি চান্দু মোল্লা। 

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, ভরা বর্ষা হওয়ায় এখন মাঝেমধ্যে পদ্মা ও যমুনা নদীতে বড় বড় পাঙাশ, কাতল, রুই, বাগাড় ও বোয়াল ধরা পড়ছে। এ ধরনের মাছ এ অঞ্চলের মানুষের জন্য সুখবর। তবে স্থানীয়ভাবে এ ধরনের মাছ রক্ষার ব্যবস্থা করতে পারলে সবাই আরও বেশি উপকৃত হতো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত