Ajker Patrika

জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে: মমতাজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৭: ৩৮
জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে: মমতাজ

জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। আজ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে সিঙ্গাইর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, ‘আমাদের জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। ঘাতকেরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে তারা এ দেশ থেকে আওয়ামী লীগ দলকে মুছে ফেলতে চেয়েছিল। তাই সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় রাখতে হবে।’ 

তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে নয়, আওয়ামী লীগের সকলকে এক হয়ে বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে। আমরা দিন শেষে শেখ হাসিনার সঙ্গে থাকব, নৌকার সঙ্গে থাকব, জনগণের সঙ্গে থাকব। আজকের এই জাতীয় শোক দিবসকে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যেতে হবে।’ 

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কহিনুর ইসলাম সানির সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ। 

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত