নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এক তরুণীকে ভুয়া ভিসায় দুবাই পাচারের সময় উদ্ধার এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আর এটি সম্ভব হয়েছে উদ্ধার হওয়া তরুণীর কলেজপড়ুয়া ছোট ভাইয়ের বুদ্ধিমত্তায়। বোনকে উদ্ধারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চাওয়ায় বিমানবন্দর থেকে কলেজশিক্ষার্থীর বোনকে উদ্ধার করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় ওই কলেজশিক্ষার্থী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকা থেকে এক কিশোর ফোন করে জানায়, তার ২৬ বছর বয়সী বড় বোন এক পরিচিত লোকের মাধ্যমে দুবাই যাচ্ছিলেন পারলারে কাজ করার জন্য।
কিন্তু ভিসার কপি দেখে সন্দেহ হওয়ায় তারা সংশ্লিষ্ট দেশের দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারে, ভিসাটি ভুয়া। কিন্তু ততক্ষণে প্রতারক চক্রের সঙ্গে তার বোন চলে গেছেন। বোনের কাছে ফোন নেই। কিছুক্ষণের মধ্যে প্রতারক চক্র তার বোনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা। কারণ, সেদিন রাত নয়টার ফ্লাইটে তার বোনের দুবাই যাওয়ার কথা রয়েছে। এমন তথ্য জানিয়ে সোমবার সন্ধ্যা ছয়টায় ফোন করে বোনকে উদ্ধারের অনুরোধ জানানো হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলটেকার কনস্টেবল মিজানুর রহমান কলটি রিসিভ করেছিলেন। মিজান তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানা এবং ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপোজার এএসআই আসাদুজ্জামান সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।
পরবর্তী সময়ে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম ৯৯৯ কে জানান, তাঁরা তরুণী যাত্রীটির যাত্রা স্থগিত করে তাঁর ভাই ও স্বামীকে বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রতারক চক্রের দুই দালালকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খিলক্ষেত এলাকার বাসিন্দা মো. আবদুল খালেক (৪৩) ও মো. ফয়েজুল্লাহ সবুজ (৫৩)। এ ঘটনায় বিমানবন্দর থানায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে।
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এক তরুণীকে ভুয়া ভিসায় দুবাই পাচারের সময় উদ্ধার এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আর এটি সম্ভব হয়েছে উদ্ধার হওয়া তরুণীর কলেজপড়ুয়া ছোট ভাইয়ের বুদ্ধিমত্তায়। বোনকে উদ্ধারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চাওয়ায় বিমানবন্দর থেকে কলেজশিক্ষার্থীর বোনকে উদ্ধার করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় ওই কলেজশিক্ষার্থী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকা থেকে এক কিশোর ফোন করে জানায়, তার ২৬ বছর বয়সী বড় বোন এক পরিচিত লোকের মাধ্যমে দুবাই যাচ্ছিলেন পারলারে কাজ করার জন্য।
কিন্তু ভিসার কপি দেখে সন্দেহ হওয়ায় তারা সংশ্লিষ্ট দেশের দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারে, ভিসাটি ভুয়া। কিন্তু ততক্ষণে প্রতারক চক্রের সঙ্গে তার বোন চলে গেছেন। বোনের কাছে ফোন নেই। কিছুক্ষণের মধ্যে প্রতারক চক্র তার বোনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা। কারণ, সেদিন রাত নয়টার ফ্লাইটে তার বোনের দুবাই যাওয়ার কথা রয়েছে। এমন তথ্য জানিয়ে সোমবার সন্ধ্যা ছয়টায় ফোন করে বোনকে উদ্ধারের অনুরোধ জানানো হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলটেকার কনস্টেবল মিজানুর রহমান কলটি রিসিভ করেছিলেন। মিজান তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানা এবং ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপোজার এএসআই আসাদুজ্জামান সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।
পরবর্তী সময়ে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম ৯৯৯ কে জানান, তাঁরা তরুণী যাত্রীটির যাত্রা স্থগিত করে তাঁর ভাই ও স্বামীকে বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রতারক চক্রের দুই দালালকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খিলক্ষেত এলাকার বাসিন্দা মো. আবদুল খালেক (৪৩) ও মো. ফয়েজুল্লাহ সবুজ (৫৩)। এ ঘটনায় বিমানবন্দর থানায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে।
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
১১ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
১৮ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
২১ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
২৬ মিনিট আগে