Ajker Patrika

আলোচিত চেয়ারম্যান সেলিম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২১: ৪৯
আলোচিত চেয়ারম্যান সেলিম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জমি অধিগ্রহণের সুযোগে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের বিষয়ে তথ্য সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে এবার তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।

আরিফ সাদেক জানান, দুদক কর্মকর্তা আতাউর রহমান আদালতে বিদেশযাত্রা নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে সেলিম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

এর আগে এক অভিযানে সেলিম খানের বিরুদ্ধে ওঠা অনিয়ম দুর্নীতি অভিযোগের সত্যতা পায় দুদক। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের সুযোগে ৩৬০ কোটি টাকা লোপাটের চেষ্টা ও দীর্ঘদিন ধরে পদ্মা-মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার অভিযোগ ওঠে গত কয়েক মাস ধরেই। প্রাথমিকভাবে সত্যতার পর এখন আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক। 

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে দুদক সচিব মাহবুব হোসেন এসব তথ্য জানিয়ে বলেন, ‘চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের বিষয়ে পাওয়া অভিযোগ এবং তথ্যের পরিপ্রেক্ষিতে চলতি মাসের প্রথম দিকে দুদকের এনফোর্সমেন্ট টিম পাঠানো হয়েছিল। বেশ কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

‘আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না’

লন্ডনের আকাশসীমা বন্ধ ঘোষণা, ফ্লাইট বাতিলে ভোগান্তিতে হাজারো যাত্রী

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

মহড়া দিয়ে রাকসু দখলের স্বপ্ন না দেখার পরামর্শ ছাত্রদল নেতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত