Ajker Patrika

‘সিরিঞ্জের ভেতর পানি না টিকা জানি না, এটা নেব না’

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২: ৪৮
‘সিরিঞ্জের ভেতর পানি না টিকা জানি না, এটা নেব না’

মানিকগঞ্জের সাটুরিয়ায় গণ টিকা প্রদানে বাঁধা ও স্বাস্থ্য সহকারী সুবর্ণা আক্তারের সঙ্গে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে অসদাচরণ করার অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই স্বাস্থ্য সহকারী সুবর্ণা আক্তার। এদিকে সাবেক ওই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য টিকা কার্যক্রম সমন্বয় কমিটিকে সুপারিশ করা হয়েছে। 

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের সাফুল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণ টিকা কেন্দ্রে। সকাল থেকে গণ টিকার কার্যক্রম চলাকালীন সময়ে সাবেক ইউপি সদস্য মো. আক্তার হোসেন পাত্তা ওই কেন্দ্রে টিকা নিতে যান। তাঁকে স্বাস্থ্যকর্মী সুবর্ণা টিকা দিতে গেলে তিনি বাধা দেন। এই টিকা নেবেন না। তাঁকে নতুন টিকার বোতল থেকে টিকা নিয়ে দিতে হবে। কেন টিকা নেবেন না, স্বাস্থ্যকর্মী জানতে চাইলে সে বলে সিরিঞ্জের ভেতর পানি না টিকা আমি তা জানি না। এটা নেব না। আমাকে নতুন বোতল থেকেই তুলে টিকা দিতে হবে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হলে প্রায় ১ ঘণ্টা গণ টিকা প্রদান কার্যক্রম বন্ধ থাকে। একপর্যায়ে স্বাস্থ্যকর্মীকে গালিগালাজ ও হুমকি দেন তিনি। 

সাবেক ইউপি সদস্য মো. আক্তার হোসেন বলেন, টিকা দেওয়ার কথা একজন ডাক্তারের। কিন্তু এখানে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আমি বলেছি আমাকে নতুন বোতল থেকে নিয়ে টিকা দিতে হবে। তিনি আরও বলেন, সিরিঞ্জের ভেতরে আগে ঢোকানো ভ্যাকসিন না, পানি আমি দেখি নাই। তাই টিকা দিতে বাধা দিয়েছি। 

সাফুল্লি কেন্দ্রের দায়তব অফিসার ও উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান বলেন, সাবেক ওই ইউপি সদস্য আক্তার হোসেন পাত্তা সরকারি কাজে বাধা দিয়ে গণ টিকা কার্যক্রম ব্যাহত করেছে। সে সরকার বিরোধী কথাবার্তাও বলেছেন। এ ছাড়া ওই দুই স্বাস্থ্যকর্মীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা হয়েছে।
 
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ বলেন, গণ টিকা প্রদানে বাধা দেওয়ার লিখিত অভিযোগ আমি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারি কাজে বাধা ও টিকা কার্যক্রম ব্যাহত করার বিষয়টি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমকে অবহিত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত