Ajker Patrika

‘৩২টা প্লটের দায়িত্ব আমি নিলাম, তবু মাঠ হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘৩২টা প্লটের দায়িত্ব আমি নিলাম, তবু মাঠ হবে’

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড সংলগ্ন উন্মুক্ত স্থানকে মাঠ করা ঘোষণা দিয়েছেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। তিনি বলেছেন, ‘এখানে যারা প্লট বরাদ্দ পেয়েছেন, তাঁদের ৩২টা প্লটের দায়িত্ব আমি নিলাম। তাঁদের প্লট বুঝিয়ে দেওয়া হবে। তবু এখানে মাঠ হবে।’ 

আজ মঙ্গলবার বিকেলে প্যারিস রোড সংলগ্ন উন্মুক্ত স্থানে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর কর্মসূচি উদ্বোধনের সময় এমপি ইলিয়াস এসব কথা বলেন। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে এই খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিল কাজী জহিরুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন। 

জানা গেছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে থেকে ৩২ জন প্লটমালিককে প্যারিস রোড সংলগ্ন উন্মুক্ত স্থান বরাদ্দ দেওয়া হয়েছিল। সম্প্রতি এই জায়গায় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামও মাঠ করার ঘোষণা দিয়েছিলেন। 

ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ বলেন, ‘ডিএনসিসি ৩ নম্বর ওয়ার্ডে শ্বাস নেওয়ার জায়গা নেই। এই মাঠের জায়গা প্লট বরাদ্দ দিয়েছিল। বিএনপির আমলে এই প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে এখানে বস্তি গড়ে ওঠে। আওয়ামী লীগের সময় ওই বস্তি উচ্ছেদ করা হয়। এই মাঠের বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।’

এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শহরে খেলার জায়গা, হাঁটার জায়গা নেই। অনেক মানুষ মানসিক সমস্যায় ভুগছে। ফলে হতাশা ও মানসিক সমস্যা দূর করতে ডিপ্রেশনের ওষুধ খেতে হয়। আসুন আমরা সবাই সোচ্চার হই। আমাদের খোলা জায়গা, আমাদের খেলার মাঠ। আমাদের নদী-নালাকে দখল ও দূষণ করতে দেব না। এই ঢাকাকে ভালোবাসতে হবে।’

সম্প্রতি প্যারিস রোডের এই উন্মুক্ত জায়গা জোরপূর্বক খেলার মাঠ তৈরি থেকে বিরত থাকতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল ইসলামকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গৃহায়ণ থেকে প্লট বরাদ্দ পাওয়া সাত মালিকের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসমাইল খান। 

প্যারিস রোডের উন্মুক্ত জায়গাটিকে খেলার মাঠ করার দাবি করে ২৯ সেপ্টেম্বর আন্দোলন ও অনশন করেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের আহ্বানে ওই আন্দোলনে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে মাঠের দাবিতে সংহতি জানান মেয়র আতিকুল ইসলাম। পরে মেয়রের নির্দেশে ওই জায়গায় জমে থাকা আবর্জনার স্তূপ অপসারণ করা হয়। সেদিন তিনি এলাকার শিশু-কিশোরদের সঙ্গে সেখানে ফুটবলও খেলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত