Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ফার্মেসি মালিককে জরিমানা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৬: ৪৪
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ফার্মেসি মালিককে জরিমানা 

নারায়ণগঞ্জের বন্দরে একটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ নন-ফ্রিজিং অবস্থায় জব্দ করা হয়।

আজ শনিবার দুপুরে বন্দরের মদনপুর এলাকার একতা সুপার মার্কেটে অবস্থিত সুমাইয়া ড্রাগ হাউসে থেকে এসব ওষুধ জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। অভিযানের বিষয়ে বলেন, ‘ফার্মেসিতে আমরা বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাই। এসব ওষুধ ফ্রিজে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করার নির্দেশনা রয়েছে। কিন্তু ফার্মেসি সেই নিয়ম মানেনি। তাই এক লাখ টাকা জরিমানা করা হয়।’

ফার্মেসির মালিক তোফায়েল আহমেদ শান্ত বলেন,‘অনেক দিন আগে ওষুধগুলো ওপরে রেখে দেওয়ায় আমাদের স্মরণে ছিল না। আমাদের ভুল হয়েছে স্বীকার করছি। ভবিষ্যতে এই ধরনের ভুল হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছি ভোক্তা-অধিকার টিমের কাছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত