সাভার (ঢাকা) প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। তখন শিক্ষার্থীরা সিন্ডিকেট সদস্যদের লক্ষ্য করে জুতা ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন। এ সময় সিন্ডিকেট সদস্যরা দ্রুত সরে গেলে আন্দোলনকারীদের একাংশ প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান।
আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১০টার দিকে জরুরি সিন্ডিকেট সভায় বসেছিলেন জাবির সিন্ডিকেট সদস্যরা।
সূত্র জানিয়েছে, সিন্ডিকেট সভায় জাবি উপাচার্য উপস্থিত ছিলেন। পরে নিচে নেমে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের সামনে ব্রিফ করতে যান রেজিস্ট্রার মো. আবু হাসান।
এ সময় বলা হয়, গত ১৪, ১৫ ও ১৬ জুলাই কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে জানানো হয়। তা ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১৭ জুলাই বিকেল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
সিন্ডিকেট সভা শুরু হওয়ার আগে থেকেই প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সভার সিদ্ধান্ত জানার পরই উত্তেজিত হয়ে পড়েন তাঁরা। এ সময় প্রশাসনিক ভবনের নিচতলায় গ্লাস ও প্রশাসনিক ভবনের বাইরে থাকা প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যরা প্রশাসনিক ভবনে আটকা পড়েন। পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে দেন। বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে পুলিশ ঢোকে।
এ বিষয়ে জানতে চাইলে জাবির প্রক্টর অধ্যাপক মো. আলমগীর কবির আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেট সদস্যসহ আমাদের ৫০-৬০ জন প্রশাসনিক ভবনে আটকা পড়েছেন। আমাদের পাঁচ-ছয়জন আহত হয়েছেন। অনেক পরে পুলিশ এসেছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। তখন শিক্ষার্থীরা সিন্ডিকেট সদস্যদের লক্ষ্য করে জুতা ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন। এ সময় সিন্ডিকেট সদস্যরা দ্রুত সরে গেলে আন্দোলনকারীদের একাংশ প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান।
আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১০টার দিকে জরুরি সিন্ডিকেট সভায় বসেছিলেন জাবির সিন্ডিকেট সদস্যরা।
সূত্র জানিয়েছে, সিন্ডিকেট সভায় জাবি উপাচার্য উপস্থিত ছিলেন। পরে নিচে নেমে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের সামনে ব্রিফ করতে যান রেজিস্ট্রার মো. আবু হাসান।
এ সময় বলা হয়, গত ১৪, ১৫ ও ১৬ জুলাই কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে জানানো হয়। তা ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১৭ জুলাই বিকেল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
সিন্ডিকেট সভা শুরু হওয়ার আগে থেকেই প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সভার সিদ্ধান্ত জানার পরই উত্তেজিত হয়ে পড়েন তাঁরা। এ সময় প্রশাসনিক ভবনের নিচতলায় গ্লাস ও প্রশাসনিক ভবনের বাইরে থাকা প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যরা প্রশাসনিক ভবনে আটকা পড়েন। পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে দেন। বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে পুলিশ ঢোকে।
এ বিষয়ে জানতে চাইলে জাবির প্রক্টর অধ্যাপক মো. আলমগীর কবির আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেট সদস্যসহ আমাদের ৫০-৬০ জন প্রশাসনিক ভবনে আটকা পড়েছেন। আমাদের পাঁচ-ছয়জন আহত হয়েছেন। অনেক পরে পুলিশ এসেছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামিকে গুলি করে এবং কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে নগরের বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেবরগুনার বেতাগীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে সাত লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. মশিউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। তিনি বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম।
৪৪ মিনিট আগেমেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চে রাষ্ট্রপক্ষ থেকে পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে এ শুনানি শুরু হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর খিলক্ষেতের দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন মনির হোসেন লিটন ও আব্দুর রহিম। খিলক্ষেত এলাকা থেকে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাঁদের আটক করে সেনাবাহিনী। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য দুই চাঁদাবাজকে খিলক্ষেত...
১ ঘণ্টা আগে