ফরিদপুর প্রতিনিধি
‘আপনি স্বতন্ত্র লীগ–নাকি লীগ, সেটা আপনার ব্যাপার। কিন্তু কেন এই ষড়যন্ত্র, কী অন্যায় করেছি আমি। আমার বিরুদ্ধে এত মিথ্যাচার কেন।’ আজ মঙ্গলবার ফরিদপুর-৩ আসনে (সদর) আওয়ামী লীগের প্রার্থী শামীম হক প্রার্থিতা ফিরে পেয়ে এভাবেই প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) প্রার্থীর উদ্দেশ্যে একের পর এক প্রশ্নের তির ছোড়েন।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রথমে নির্বাচন কমিশন ও পরে হাইকোর্টের রায়ে শামীম হকের প্রার্থিতা বাতিল হয়। আজ (মঙ্গলবার) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে তাঁর প্রার্থিতা বহালের আদেশ দেন।
এরপর সন্ধ্যায় তিনি ফরিদপুরের নিজ নির্বাচনী এলাকায় ফিরে আসেন। এর আগে একই আসনের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনেন।
শামীম হক বলেন, ‘আপনি স্বতন্ত্র লীগ–নাকি লীগ, সেটা আপনার ব্যাপার, সমস্যা নাই। কিন্তু কেন এই ষড়যন্ত্র, কী অন্যায় করেছি আমি। আমার বিরুদ্ধে এত মিথ্যাচার কেন, আমি কী করেছি।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দশ দিন আমার ঘুম নষ্ট করছেন। হাজার হাজার নেতা-কর্মী ফোন দেওয়ার পরে কান্নায় ভেঙে পড়েছে, আমাদের কী হবে। এই ষড়যন্ত্র কেন করলেন? আপনি শেখ হাসিনার কর্মীদের চেনেন না। ষড়যন্ত্রের সমস্ত লাল-নীল ফিতা দেখেছি। জননেত্রী শেখ হাসিনার পরিবারকে অপমানিত করবেন না, তাঁদের নিয়ে মিথ্যাচার করবেন না, অবমূল্যায়ন করবেন না। এতে বঙ্গবন্ধুর অবমূল্যায়ন করা হয়।’
একে আজাদকে উদ্দেশ করে শামীম হক বলেন, ‘আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? কিছু পয়সাই না হয়েছে। আমার কথা কি জানেন, আমি কে। কয়দিন ধরে আওয়ামী লীগ করেন। আপনাকে কি আমি চিনি না। ৭৩ সাল থেকে শুরু করেছেন, কিছু করতে পারেন নাই।’
ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন করতে এসেছে আমার ছোট ভাই (একে আজাদ)। এর আগেও উনি নির্বাচন করেছেন। এখন এসেছেন সংসদ সদস্য নির্বাচিত হবেন। আমার ছোট ভাইয়ের আশা যেন পূর্ণ হয়। নির্বাচনে এই ফরিদপুরের জনগণ যাঁকে ভোট দেবেন, সেই নির্বাচিত হবেন।’
শামীম হক বলেন, ‘আমি তাঁকে আগেই বলেছিলাম, আমার দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেছি। এগুলো করার দরকার কী। আমাকে বলল, পলিটিকস, পলিটিকস, পলিটিকস...। আজ তা মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, আমি শামীম হকই সত্য। ষড়যন্ত্র করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা আজ পরাজিত হয়েছে।’
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এই ষড়যন্ত্রের উত্তর আপনারা দেবেন ৭ তারিখ ভোটের মাধ্যমে। কোনো ধরনের হুমকি-ধমকি দেবেন না, যদি কেউ করেন নিজ দায়িত্বে করবেন। এ জন্য শামীম হক বা জেলা আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন দায়িত্ব নেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করবেন না।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকা জেলা আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে শামীম হক বলেন, ‘যে আওয়ামী লীগ করে, যার বুকে বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে, সে কখনো নৌকার বাইরে ভোট দিতে পারে না। আমি বলব না নৌকার বিরুদ্ধে গেছেন, হয়তো আমার ওপরে রাগ-অভিমান করে গেছেন। আমি জানি, আপনারা ফিরে আসবেন। সবাই তো বলেছিলেন, নেত্রী যাকে নৌকা দেবে আমরা তার পক্ষে আছি।’
তিনি আরও বলেন, ‘জেলা আওয়ামী লীগের কমিটি হয়েছে, আমরা তো সবাইকে পদ দিতে পারি নাই। সব সিদ্ধান্তই কেন্দ্র থেকে আসে। আমরা তো কেন্দ্রের কথা মানি ও শুনি। আমাদের দোষটা কী। এ জন্য কি আমার ওপর এত অত্যাচার, এত রাগ। কেন, কী কারণে, আমার ওপরে ষড়যন্ত্র কেন।’
সমাবেশ শেষে উপস্থিত নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে আতশবাজি ফুটিয়ে উল্লাস করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, অনিমেষ রায়, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
‘আপনি স্বতন্ত্র লীগ–নাকি লীগ, সেটা আপনার ব্যাপার। কিন্তু কেন এই ষড়যন্ত্র, কী অন্যায় করেছি আমি। আমার বিরুদ্ধে এত মিথ্যাচার কেন।’ আজ মঙ্গলবার ফরিদপুর-৩ আসনে (সদর) আওয়ামী লীগের প্রার্থী শামীম হক প্রার্থিতা ফিরে পেয়ে এভাবেই প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) প্রার্থীর উদ্দেশ্যে একের পর এক প্রশ্নের তির ছোড়েন।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রথমে নির্বাচন কমিশন ও পরে হাইকোর্টের রায়ে শামীম হকের প্রার্থিতা বাতিল হয়। আজ (মঙ্গলবার) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে তাঁর প্রার্থিতা বহালের আদেশ দেন।
এরপর সন্ধ্যায় তিনি ফরিদপুরের নিজ নির্বাচনী এলাকায় ফিরে আসেন। এর আগে একই আসনের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনেন।
শামীম হক বলেন, ‘আপনি স্বতন্ত্র লীগ–নাকি লীগ, সেটা আপনার ব্যাপার, সমস্যা নাই। কিন্তু কেন এই ষড়যন্ত্র, কী অন্যায় করেছি আমি। আমার বিরুদ্ধে এত মিথ্যাচার কেন, আমি কী করেছি।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দশ দিন আমার ঘুম নষ্ট করছেন। হাজার হাজার নেতা-কর্মী ফোন দেওয়ার পরে কান্নায় ভেঙে পড়েছে, আমাদের কী হবে। এই ষড়যন্ত্র কেন করলেন? আপনি শেখ হাসিনার কর্মীদের চেনেন না। ষড়যন্ত্রের সমস্ত লাল-নীল ফিতা দেখেছি। জননেত্রী শেখ হাসিনার পরিবারকে অপমানিত করবেন না, তাঁদের নিয়ে মিথ্যাচার করবেন না, অবমূল্যায়ন করবেন না। এতে বঙ্গবন্ধুর অবমূল্যায়ন করা হয়।’
একে আজাদকে উদ্দেশ করে শামীম হক বলেন, ‘আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? কিছু পয়সাই না হয়েছে। আমার কথা কি জানেন, আমি কে। কয়দিন ধরে আওয়ামী লীগ করেন। আপনাকে কি আমি চিনি না। ৭৩ সাল থেকে শুরু করেছেন, কিছু করতে পারেন নাই।’
ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন করতে এসেছে আমার ছোট ভাই (একে আজাদ)। এর আগেও উনি নির্বাচন করেছেন। এখন এসেছেন সংসদ সদস্য নির্বাচিত হবেন। আমার ছোট ভাইয়ের আশা যেন পূর্ণ হয়। নির্বাচনে এই ফরিদপুরের জনগণ যাঁকে ভোট দেবেন, সেই নির্বাচিত হবেন।’
শামীম হক বলেন, ‘আমি তাঁকে আগেই বলেছিলাম, আমার দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেছি। এগুলো করার দরকার কী। আমাকে বলল, পলিটিকস, পলিটিকস, পলিটিকস...। আজ তা মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, আমি শামীম হকই সত্য। ষড়যন্ত্র করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা আজ পরাজিত হয়েছে।’
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এই ষড়যন্ত্রের উত্তর আপনারা দেবেন ৭ তারিখ ভোটের মাধ্যমে। কোনো ধরনের হুমকি-ধমকি দেবেন না, যদি কেউ করেন নিজ দায়িত্বে করবেন। এ জন্য শামীম হক বা জেলা আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন দায়িত্ব নেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করবেন না।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকা জেলা আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে শামীম হক বলেন, ‘যে আওয়ামী লীগ করে, যার বুকে বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে, সে কখনো নৌকার বাইরে ভোট দিতে পারে না। আমি বলব না নৌকার বিরুদ্ধে গেছেন, হয়তো আমার ওপরে রাগ-অভিমান করে গেছেন। আমি জানি, আপনারা ফিরে আসবেন। সবাই তো বলেছিলেন, নেত্রী যাকে নৌকা দেবে আমরা তার পক্ষে আছি।’
তিনি আরও বলেন, ‘জেলা আওয়ামী লীগের কমিটি হয়েছে, আমরা তো সবাইকে পদ দিতে পারি নাই। সব সিদ্ধান্তই কেন্দ্র থেকে আসে। আমরা তো কেন্দ্রের কথা মানি ও শুনি। আমাদের দোষটা কী। এ জন্য কি আমার ওপর এত অত্যাচার, এত রাগ। কেন, কী কারণে, আমার ওপরে ষড়যন্ত্র কেন।’
সমাবেশ শেষে উপস্থিত নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে আতশবাজি ফুটিয়ে উল্লাস করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, অনিমেষ রায়, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৩ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৩ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৩ ঘণ্টা আগে