Ajker Patrika

চলছে প্রতিবন্ধীদের চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫: ১৭
চলছে প্রতিবন্ধীদের চাকরি মেলা

প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সুযোগ করে দিতে রাজধানীর আগারগাঁওয়ের এনজিওবিষয়ক ব্যুরোতে চলছে চাকরি মেলা। আজ রোববার সকালে মেলা শুরু হয়, যা বিকেল পর্যন্ত চলবে। সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই মেলার আয়োজন করেছে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আয়োজকেরা জানান, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ও এনজিওবিষয়ক ব্যুরো এবং বিসিসির ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা।

মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটারে দক্ষতা ও প্রশিক্ষণের ওপর ভিত্তি করে একটি উল্লেখযোগ্যসংখ্যক চাকরিপ্রার্থীকে মেলা থেকেই চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া কিছু চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত করে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে পদ ফাঁকা হওয়া সাপেক্ষে তাদের চাকরির ব্যবস্থা করবে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এই চাকরি মেলা আয়োজন করছে বিসিসি। মেলার মাধ্যমে এ পর্যন্ত সাত শতাধিক আইসিটিতে দক্ষ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। 

এ ছাড়া ২০১১ সাল থেকে সূচনা ফাউন্ডেশন ও সিএসআইডির বিশেষজ্ঞ সহায়তায় বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এই প্রশিক্ষণ বিসিসর মোট সাতটি কেন্দ্রে (ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ফরিদপুর) পরিচালনা করা হয়। 

এ পর্যন্ত বিসিসি থেকে মোট ১ হাজার ৬৭১ জন প্রতিবন্ধী ব্যক্তি আইসিটি প্রশিক্ষণ নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত