Ajker Patrika

গাজী টায়ার কারখানায় ফের লুটপাট, আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
গাজী টায়ার কারখানায় ফের লুটপাট, আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় ফের লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে। এ সময় কারখানার ভেতরে থাকা অকেজো যন্ত্রাংশ লুট করে নিয়ে যেতে দেখা গেছে। 

আজ শুক্রবার বিকেল ৫টায় প্রায় অর্ধশত দুর্বৃত্ত কারখানায় প্রবেশ করে লুটপাট চালায়। লুটপাট শেষে আগুন ধরিয়ে দেওয়া হয় কারখানার ভেতর। 

খাদুন এলাকার বাসিন্দা নজরুল বলেন, ‘আমরা কারখানায় ধোঁয়া দেখে বেরিয়ে আসি। কারখানার পেছন দিক থেকে দেখতে পাই ভেতরে অনেক মানুষ লুটপাট চালাচ্ছে এবং আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ আসার পরে তাঁরা পালিয়ে যায়। এলাকাবাসী কয়েকজনকে ধরে বেঁধে রেখেছে।’ 

কারখানার নিরাপত্তা প্রহরী হাফিজুর রহমান বলেন, ‘বিকেল ৫টার দিকে কারখানার পেছনের কাঁটাতার ভেঙে কিছু লোক ঢুকে লুটপাট চালায় ও ওয়েস্টিজ সেকশনে আগুন ধরিয়ে দেয়। আমরা এলাকাবাসীর সহায়তায় কয়েকজনকে আটক করেছি।’ 

 এ নিয়ে চতুর্থ দফায় লুটপাটের ঘটনা ঘটল গাজী টায়ার কারখানায়। গত ৫ আগস্ট, ৮ আগস্ট এবং ২৫ আগস্ট লুটপাট চালানো হয় এই কারখানায়। ২৫ আগস্ট কারখানার ভেতরে অগ্নিসংযোগে অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাঁদের স্বজনেরা। এই ঘটনার পর ফের আজ লুটপাটের ঘটনা ঘটল।

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত