Ajker Patrika

সংক্রমণ বাড়লে আবার লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৯: ৪১
সংক্রমণ বাড়লে আবার লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘বাংলাদেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী দেখা দিলে লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করতে পারে সরকার। তবে আমরা লকডাউন চাই না। করোনা নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা দেখছি, অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য প্রয়োজন হলে সরকার আরও কঠোর অবস্থানে যাবে।’ 

আজ শনিবার বিকেল সাড়ে চারটায় মানিকগঞ্জ নার্সিং কলেজ মিলনায়তনে বুস্টার ডোজ উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওমিক্রণের সংক্রমণ সারা পৃথিবীর চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। এরই মধ্যে প্রতিষেধক হিসেবে করোনার মুখে খাওয়ার বড়ি দেশে বাজারজাত করা হয়েছে। তবে এই বড়ি টিকার বিকল্প নয়। করোনা আক্রান্ত মাঝামাঝি ব্যক্তি যাঁদের মৃদু সমস্যা রয়েছে, তাঁরা এই বড়ি সেবন করতে পারবেন।’ 

মন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত ভালো আছি। স্বাস্থ্যবিধি মানলে আরও ভালো থাকব। যদি ভাইরাস অতিমাত্রায় বেড়ে যায় এবং রোগীর সংখ্যা বেড়ে যায়, তাহলে লকডাউনের চিন্তাভাবনা আমাদের মাথায় রাখতে হব। তবে এই মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা আমাদের নেই।’ 

মন্ত্রী আরও বলেন, ‘এরই মধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত চার কোটি ডোজ টিকা দেওয়া সম্ভব হবে। দেশে টিকার কোনো অভাব নেই। এরই মধ্যে টিকা দেওয়ার সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। টিকা দেওয়ার জন্য নতুন আরও ছয় কোটি সিরিঞ্জ চীন থেকে আমদানি করা হয়েছে।’ 

মানিকগঞ্জে প্রথমবারের মতো বুস্টার ডোজ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক সামিউল ইসলাম, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর শামসুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, পৌর মেয়র রমজান আলী, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত