Ajker Patrika

এক মাস পর ক্লাসে ফিরে শিক্ষার্থীদের মনে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৯
এক মাস পর ক্লাসে ফিরে শিক্ষার্থীদের মনে উচ্ছ্বাস

দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে দীর্ঘ এক মাস বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ মঙ্গলবার খুলেছে। স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদান শুরু হয়েছে। দীর্ঘ এক মাস পর শিক্ষাপ্রতিষ্ঠানে পা রেখেই আনন্দ-উচ্ছ্বাসে হারিয়েছে শিক্ষার্থীরা।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহদি হাসান বলেন, ‘ছুটি ঘোষণার সময় আবারও দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে কি না, সেই শঙ্কায় ছিলাম। তবে আনন্দের বিষয় হলো, কম সময়ের মধ্যে আবারও ক্লাসে ফিরে আসতে পেরেছি। সশরীরে ক্লাসের তুলনা নাই। ’

রাজধানীর পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রায়হান বলেছে, ‘সব বন্ধুবান্ধবকে আবারও দেখতে পেয়ে আনন্দ লাগছে। এক মাস পর আবার সবার দেখা পেলাম। আশা করি সামনে আবার যেন হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায়।’

তবে আজ থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় খুললেও বন্ধ রয়েছে প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবে। সেদিন থেকেই সশরীরে পাঠদান শুরু হবে। 

এদিকে খোলার পর শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে চলবে—এ বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আগের ‘গাইডলাইন’-এর নির্দেশনা ছাড়াও তার আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান ২০টি নির্দেশনা অনুসরণ করতে হবে। 

এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থী কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে, সেই সব শিক্ষার্থী সশরীরে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশমুখসহ অন্যান্য স্থানে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয় বিষয়সমূহ ব্যানার বা অন্য কোনো উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করা। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে সব শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী-অভিভাবকের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা মাপা এবং তা পর্যবেক্ষণের ব্যবস্থা করা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত