Ajker Patrika

নারীর গৃহস্থালি কাজের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মে ২০২২, ১৫: ৫৭
নারীর গৃহস্থালি কাজের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

দেশে নারীদের মজুরিবিহীন গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নিরূপণ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় এসব দাবি করা হয়।

ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়, স্বামী পরিত্যক্তা, বয়স্ক ও দুস্থ নারীদের ভাতা না দিয়ে তাদের পুনর্বাসন এবং একে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করা উচিত। সরকারিভাবে গ্রাম-শহরে এলাকাভিত্তিক মানসম্পন্ন ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং জেলা ও উপজেলা পর্যায়ে কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণে বাজেটে বিশেষ বরাদ্দ, নারীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

সভায় বক্তারা বলেন, গৃহস্থালি কাজ ছাড়া কোনো পরিবার ও সমাজ কল্পনা করা যায় না। আর গৃহস্থালি কাজের সিংহভাগই করে থাকেন পরিবারের নারী সদস্যরা। গৃহস্থালি কাজ ছাড়া মানুষের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক জীবন বিকশিত হওয়া তো দূরের কথা, টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ে। কিন্তু এ কাজে কোনো স্বীকৃতি নেই, মর্যাদা নেই। এমনকি এ কাজকে সব সময় তাচ্ছিল্য করা হয়। 

মতবিনিময় সভায় বিভিন্ন গবেষণাপত্রের বরাত দিয়ে বক্তারা বলেন, গবেষণা সংস্থা সানেমের তথ্য অনুযায়ী যদি গৃহস্থালি কাজের আর্থিক মূল্য হিসাব করা যায়, তাহলে তা দাঁড়াবে নারীর ক্ষেত্রে জিডিপির ৩৯.৫৫ শতাংশ এবং পুরুষের ক্ষেত্রে ৯ শতাংশ। সিপিডির গবেষণায় দেখা গেছে, নারীর কাজের ৭৮-৮৭ শতাংশই অর্থনৈতিক হিসাবে আসে না। 

মতবিনিময় সভায় আলোচকেরা দাবি করেন, অর্থনৈতিক দৃষ্টিকোণ, নৈতিক অবস্থান, নারীর অধিকার ও সামাজিক মর্যাদার প্রশ্নে তো বটেই, সামাজিক ন্যায্যতার কারণেও নারীর কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি দরকার। 

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি শম্পা বসুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তী, অধ্যাপক শারমিন নীলিমা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক দিলরুবা নুরী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত