ঢাবি সংবাদদাতা
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করেন এ সংগঠনের শিক্ষকেরা।
মানববন্ধনে বক্তারা গাজায় চলমান গণহত্যার ঘটনায় নীরব ভূমিকা পালন করা আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। গণহত্যাবিরোধী দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মো. ইকরামুল হক বলেন, ‘পৃথিবীতে আইন বলে কিছু থেকে থাকলে ইসরায়েলে গণহত্যা চলতে পারে না। যেভাবে নারী ও শিশু এবং হাসপাতালে হামলা হচ্ছে, তা আন্তর্জাতিক সব আইনের স্পষ্ট লঙ্ঘন। পৃথিবীতে যতগুলো অধিকার—আইন আছে, সবগুলো সেখানে ধূলিসাৎ হয়ে গেছে। বিশ্বের প্রত্যেকটি বিবেকবান মানুষ এ অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীতে যদি কোনো আইন থেকে থাকে, তবে এ গণহত্যা বন্ধ করা হোক। জাতিসংঘের যদি আদৌ অস্তিত্ব থাকে, জাতিসংঘ এখন তা প্রমাণ করুক।’
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসাইন খান বলেন, ‘যারা যে ভাষা বুঝে, তাদের সঙ্গে সে ভাষায় কথা বলতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদ সভা-মিছিলের প্রতি অবশ্যই সংহতি জানাই। তবে ইসরায়েলের জন্য এটি যথেষ্ট না। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদী দেশগুলোকে আহ্বান করছি, আপনারা সবাই মিলে সৈন্যবাহিনী গঠন করুন। প্রত্যেকটা দেশ থেকে লাখ লাখ মানুষ এ বাহিনীতে যোগ দেবে। তাদের সঙ্গে আমিও যাব। যে সব দেশে পারমাণবিক অস্ত্র আছে, তা ব্যবহার করা যায় কিনা, এখন সে চিন্তা করার সময় এসেছে। সময় এসেছে, যুদ্ধের বদলা যুদ্ধের মাধ্যমে নেওয়ার।’
এ গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাদা দলের যুগ্ম আহ্বায়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ‘পৃথিবীতে মানবাধিকার বলতে যে কিছু আছে আজ আর তা কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। সব অধিকার গাজায় লঙ্ঘন হচ্ছে। পৃথিবী থেকে হয়তো গাজা মুছে যাবে, কেউ জানবে না।’
এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করার নিন্দা জানান। পাশাপাশি সরকারকে এসবের বিপক্ষে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আফম ইউসুফ হায়দার বলেন, ‘ইসরায়েলিরা ফিলিস্তিনের পুরো জাতিকে ধ্বংস করতে চাচ্ছে। তারা শিশুদের মারে, যাতে শিশুরা বড় হয়ে অস্ত্র ধরতে না পারে। তারা নারীদের হত্যা করে, যেন নারীরা সন্তান জন্ম দিতে না পারে।’
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এ গণহত্যা প্রতিরোধের আহ্বান জানান এই শিক্ষক। পাশাপাশি তিনি আন্তর্জাতিক আদালতের প্রতি নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিশ্ববাসীর প্রতি ইসরায়েলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। গণহত্যা বন্ধে জাতিসংঘের স্থায়ী ৫টি দেশকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদ হাসান খান বলেন, ‘সাম্রাজ্যবাদী দেশগুলো মুনাফার রাজনীতি করে। এ মুনাফার জন্য তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা এ মানববন্ধন থেকে এর নিন্দা জানাই। পাশাপাশি বিশ্ববাসীর প্রতি ইসরায়েলকে প্রতিরোধ করতে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করেন এ সংগঠনের শিক্ষকেরা।
মানববন্ধনে বক্তারা গাজায় চলমান গণহত্যার ঘটনায় নীরব ভূমিকা পালন করা আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। গণহত্যাবিরোধী দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মো. ইকরামুল হক বলেন, ‘পৃথিবীতে আইন বলে কিছু থেকে থাকলে ইসরায়েলে গণহত্যা চলতে পারে না। যেভাবে নারী ও শিশু এবং হাসপাতালে হামলা হচ্ছে, তা আন্তর্জাতিক সব আইনের স্পষ্ট লঙ্ঘন। পৃথিবীতে যতগুলো অধিকার—আইন আছে, সবগুলো সেখানে ধূলিসাৎ হয়ে গেছে। বিশ্বের প্রত্যেকটি বিবেকবান মানুষ এ অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীতে যদি কোনো আইন থেকে থাকে, তবে এ গণহত্যা বন্ধ করা হোক। জাতিসংঘের যদি আদৌ অস্তিত্ব থাকে, জাতিসংঘ এখন তা প্রমাণ করুক।’
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসাইন খান বলেন, ‘যারা যে ভাষা বুঝে, তাদের সঙ্গে সে ভাষায় কথা বলতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদ সভা-মিছিলের প্রতি অবশ্যই সংহতি জানাই। তবে ইসরায়েলের জন্য এটি যথেষ্ট না। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদী দেশগুলোকে আহ্বান করছি, আপনারা সবাই মিলে সৈন্যবাহিনী গঠন করুন। প্রত্যেকটা দেশ থেকে লাখ লাখ মানুষ এ বাহিনীতে যোগ দেবে। তাদের সঙ্গে আমিও যাব। যে সব দেশে পারমাণবিক অস্ত্র আছে, তা ব্যবহার করা যায় কিনা, এখন সে চিন্তা করার সময় এসেছে। সময় এসেছে, যুদ্ধের বদলা যুদ্ধের মাধ্যমে নেওয়ার।’
এ গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাদা দলের যুগ্ম আহ্বায়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ‘পৃথিবীতে মানবাধিকার বলতে যে কিছু আছে আজ আর তা কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। সব অধিকার গাজায় লঙ্ঘন হচ্ছে। পৃথিবী থেকে হয়তো গাজা মুছে যাবে, কেউ জানবে না।’
এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করার নিন্দা জানান। পাশাপাশি সরকারকে এসবের বিপক্ষে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আফম ইউসুফ হায়দার বলেন, ‘ইসরায়েলিরা ফিলিস্তিনের পুরো জাতিকে ধ্বংস করতে চাচ্ছে। তারা শিশুদের মারে, যাতে শিশুরা বড় হয়ে অস্ত্র ধরতে না পারে। তারা নারীদের হত্যা করে, যেন নারীরা সন্তান জন্ম দিতে না পারে।’
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এ গণহত্যা প্রতিরোধের আহ্বান জানান এই শিক্ষক। পাশাপাশি তিনি আন্তর্জাতিক আদালতের প্রতি নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিশ্ববাসীর প্রতি ইসরায়েলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। গণহত্যা বন্ধে জাতিসংঘের স্থায়ী ৫টি দেশকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদ হাসান খান বলেন, ‘সাম্রাজ্যবাদী দেশগুলো মুনাফার রাজনীতি করে। এ মুনাফার জন্য তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা এ মানববন্ধন থেকে এর নিন্দা জানাই। পাশাপাশি বিশ্ববাসীর প্রতি ইসরায়েলকে প্রতিরোধ করতে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। যার কোনোটিই বাস্তবায়ন হয়নি। সর্বশেষ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ‘একক বাস কোম্পানি’ হিসেবে নগর পরিবহন চালু করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কিন্তু এই সেবাও সড়কে দীর্ঘস্থায়ী হচ্ছে না। এক রুট চালু হচ্ছে তো,
১ ঘণ্টা আগেসাতক্ষীরায় বাগদা চিংড়ির ঘেরে মড়ক লেগেছে। এতে দিশেহারা চাষিরা। বছরের শুরুতে মড়ক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মরার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি, ঘেরে পানি কমে যাওয়ায় দাবদাহে মরে যাচ্ছে মাছ।
২ ঘণ্টা আগেসাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পদে পদে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি, নাম সংশোধনসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে পকেট কাটা হচ্ছে সেবাপ্রার্থীদের। এই ঘুষ-বাণিজ্যের হোতা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, সায়রাত সহকারী আব্দুল
২ ঘণ্টা আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী—দুই উপজেলার গ্রামবাসী। ৭ বছর ধরে বন্য হাতির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। তবে গতকাল রোববার ভোরে হাতিগুলো নিজেরাই বাঁশখালীর বনে ফিরে গেছে বলে দাবি করেছে বন বিভাগ।
২ ঘণ্টা আগে