নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে বিএনপি–জামায়াতের ডাকা হরতাল চলছে। হরতাল চলাকালীন রাজধানীর গাবতলীতে যানবাহন কম, যাত্রীও কম দেখা গেছে। তবে বেলা যত বাড়ছে গাড়ির সংখ্যাও বাড়ছে। সড়কে যানবাহন কম থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হরতালের মধ্যে যারা অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন, তাঁরা অনেকেই গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন।
আজ রোববার সকাল ১০টা পর্যন্ত সরেজমিন দেখা গেছে, টেকনিক্যাল মোড়, মাজাররোড ও গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন মোড় ও কাউন্টারের সামনে র্যাব ও পুলিশের টহল। টার্মিনালে যাত্রী নেই। দূরপাল্লার বাসও আসছে কম। টার্মিনাল থেকে দূরপাল্লার বাসও ছাড়ছে না।
দূরপাল্লার বাস কম ছাড়লেও গাবতলীতে কিছুক্ষণ পর পর সিটি বাস চলাচল করছে। গাবতলী থেকে যাত্রাবাড়ীতে যাওয়া ৮ নম্বর বাসের চালক সজল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গাড়ি না চালালে খাব কী, তাই গাড়ি নিয়ে নেমেছি। যাত্রী কম, তবে ধীরে ধীরে বাড়তে পারে।’
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। সড়কে পর্যাপ্ত পুলিশ রয়েছে। যাত্রী ও চালকেরা নির্ভয়ে চলাচল করতে পারেন।’
এ দিকে দারুসসালাম, আনসার ক্যাম্প, টোলারবাগ, মিরপুর ১ ও ২ নম্বরেও রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দেখা গেছে। মিরপুর থেকে বিভিন্ন রুটের কম গাড়ি চলাচল করছে। বিভিন্ন বাস স্ট্যান্ডে অফিসে যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রী দেখা গেছে।
সাইফ উদ্দিন নামে এক ব্যক্তি মতিঝিল যাওয়ার জন্য মিরপুরের আনসার ক্যাম্প স্ট্যান্ডে অপেক্ষা করে প্রায় আধঘণ্টা পর বাস পেয়েছেন। তিনি বলেন, ‘বাস কম তাই যাত্রী ছিল ঠাসা, বাসে উঠতে পারিনি।’
গণপরিবহন কম থাকায় অনেকে মোটরসাইকেল, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় অফিস ও গন্তব্যে গেছেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, ‘গতকাল রাত থেকেই সড়কে টহল পুলিশ বাড়ানো হয়েছে। কোনো সমস্যা নেই। আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি।’
সারা দেশে বিএনপি–জামায়াতের ডাকা হরতাল চলছে। হরতাল চলাকালীন রাজধানীর গাবতলীতে যানবাহন কম, যাত্রীও কম দেখা গেছে। তবে বেলা যত বাড়ছে গাড়ির সংখ্যাও বাড়ছে। সড়কে যানবাহন কম থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হরতালের মধ্যে যারা অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন, তাঁরা অনেকেই গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন।
আজ রোববার সকাল ১০টা পর্যন্ত সরেজমিন দেখা গেছে, টেকনিক্যাল মোড়, মাজাররোড ও গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন মোড় ও কাউন্টারের সামনে র্যাব ও পুলিশের টহল। টার্মিনালে যাত্রী নেই। দূরপাল্লার বাসও আসছে কম। টার্মিনাল থেকে দূরপাল্লার বাসও ছাড়ছে না।
দূরপাল্লার বাস কম ছাড়লেও গাবতলীতে কিছুক্ষণ পর পর সিটি বাস চলাচল করছে। গাবতলী থেকে যাত্রাবাড়ীতে যাওয়া ৮ নম্বর বাসের চালক সজল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গাড়ি না চালালে খাব কী, তাই গাড়ি নিয়ে নেমেছি। যাত্রী কম, তবে ধীরে ধীরে বাড়তে পারে।’
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। সড়কে পর্যাপ্ত পুলিশ রয়েছে। যাত্রী ও চালকেরা নির্ভয়ে চলাচল করতে পারেন।’
এ দিকে দারুসসালাম, আনসার ক্যাম্প, টোলারবাগ, মিরপুর ১ ও ২ নম্বরেও রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দেখা গেছে। মিরপুর থেকে বিভিন্ন রুটের কম গাড়ি চলাচল করছে। বিভিন্ন বাস স্ট্যান্ডে অফিসে যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রী দেখা গেছে।
সাইফ উদ্দিন নামে এক ব্যক্তি মতিঝিল যাওয়ার জন্য মিরপুরের আনসার ক্যাম্প স্ট্যান্ডে অপেক্ষা করে প্রায় আধঘণ্টা পর বাস পেয়েছেন। তিনি বলেন, ‘বাস কম তাই যাত্রী ছিল ঠাসা, বাসে উঠতে পারিনি।’
গণপরিবহন কম থাকায় অনেকে মোটরসাইকেল, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় অফিস ও গন্তব্যে গেছেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, ‘গতকাল রাত থেকেই সড়কে টহল পুলিশ বাড়ানো হয়েছে। কোনো সমস্যা নেই। আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমাবেশে...
৪ মিনিট আগেরাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে