Ajker Patrika

চায়ের দোকানে ঢুকে পড়ল মোটরসাইকেল, প্রাণ গেল ব্যবসায়ীর

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৮: ৫৯
Thumbnail image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্রুতগামী একটি মোটরসাইকেল চায়ের দোকানে ঢুকে পড়লে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ও চালককে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার মনসাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে মামলা দায়ের করা হলে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। 

নিহত ফিরোজ চাঁদ (৫০) আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের মৃত নেহাল উদ্দিন চাঁদের ছেলে। তাঁর তিন সন্তান রয়েছে। পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। গ্রেপ্তার রনি হাজরা উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও রবিউল খান চিত্রাপাড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গরু ব্যবসায়ী ফিরোজ চাঁদ স্থানীয় রিপন ব্যাপারীর চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রনি হাজরা (২০), রবিউল খান (১৮), গরু ব্যবসায়ী নুর ইসলাম (৪০), মশিউর দাড়িয়া (৩০) ও ফিরোজ চাঁদ (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে ফিরোজ চাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

এ ঘটনায় ফিরোজ চাঁদের ভাতিজা গোলাম রাব্বি বাদী হয়ে আজ সকালে রনি হাজরা ও রবিউল খানকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় রনি হাজরা ও রবিউল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। 

কোটালীপাড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ফিরোজ চাঁদের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত