Ajker Patrika

টাঙ্গাইলে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইলের ইজতেমায় মুসল্লিদের অংশগ্রহণ। আজ শুক্রবার তোলা। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলের ইজতেমায় মুসল্লিদের অংশগ্রহণ। আজ শুক্রবার তোলা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলে তিন দিনব্যাপী জেলা ইজতেমা (সাদ পন্থী) শুরু হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর মিনি স্টেডিয়াম মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার ফজরের নামাজের পর সৈয়দ আনিসুজ্জামানের বয়ানের মাধ্যমে এ ইজতেমার কার্যক্রম শুরু হয়। মহেড়া পিটিসি মসজিদের মুফতি নিজাম উদ্দিন বকশি জুমার নামাজ আদায় করান। পরে কাকরাইল মসজিদের মুরব্বি আরিফুর রহমান বয়ান করেন।

ইজতেমা পরিচালনা কমিটির সদস্য মো. শামীমুল ইসলাম জানান, জেলার ১২টি উপজেলার ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসেছে। এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে ৯ জনের একটি দল ইজতেমায় অংশ নিয়েছে। জুমার নামাজে প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ নেয়। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। মোনাজাতে প্রায় ২৫ হাজার মুসল্লি অংশ নেবেন।

ইজতেমাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। ইউনিফর্ম ছাড়াও সাদা পোশাকে তারা দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গোয়েন্দা তৎপরতাও লক্ষ্য করা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত