Ajker Patrika

আহতাবস্থায় ৪০ বছর বয়সী ইগল উদ্ধার, চলছে সেবা শুশ্রুষা

কিশোরগঞ্জ প্রতিনিধি
আহতাবস্থায় ৪০ বছর বয়সী ইগল উদ্ধার, চলছে সেবা শুশ্রুষা

কিশোরগঞ্জ পৌর শহরের বত্রিশ এলাকা থেকে অসুস্থ অবস্থায় একটি ইগল পাখি উদ্ধার করা হয়েছে। পৌর শহরের প্রাণী হাসপাতাল এলাকা থেকে গত ২৪ ফেব্রুয়ারি ইগলটি উদ্ধার করা হয়। 

দুই ফুট ও ৪ কেজি ওজনের ইগলটি শিকারের সময় আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। পরে সামাজিক সংগঠন ‘জ্ঞান সরোবরের’ সদস্যরা সেটিকে উদ্ধার করে চিকিৎসা দেন। সংগঠনের সদস্যরা পাখিটিকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসা ও খাবার দিচ্ছেন। 

ভেটেরিনারি চিকিৎসকেরা জানিয়েছেন, পাখিটি অসুস্থ হলেও তার তেমন গুরুতর আঘাত নেই। কয়েক মাসের মধ্যেই সুস্থ হয়ে যাবে। 

জ্ঞান সরোবর সংগঠনের সদস্য ওমর ফারুক বলেন, ‘পাখিটি ২২ দিন আগে পশু হাসপাতালের উত্তর ও পূর্ব কোনায় একটি আমগাছের মগডালে বসেছিল। সন্ধ্যার দিকে চামচিকা যখন ওড়াউড়ি করছে তখন ওই চামচিকাকে শিকার করতে গিয়ে প্রথমে ডালে বারি খেয়ে পড়ে গিয়ে ব্যথা পায়। পাখিটাকে মূলত পেয়েছেন নৈশ প্রহরী আবুল ভাই।’ 

জ্ঞান সরোবর সংগঠনের আরেক সদস্য আল মামুন বলেন, পাখিটিকে উদ্ধারের পর চিকিৎসকের কাছে নিলে তাঁদের দেওয়া ওষুধ এখন খাওয়ানো হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে মাসখানেক লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

আল মামুন আরও বলেন, ‘আমরা পাখিটিকে গ্রাস কার্প, পুঁটি মাছসহ বিভিন্ন জাতের মাছ খাওয়াচ্ছি। পাখিটিকে সেবা দিয়ে সুস্থ করে তুলে বন বিভাগের কাছে হস্তান্তর করব।’ 

জ্ঞান সরোবর সংগঠনের সদস্য ওমর ফারুক ও আল মামুনের তত্ত্বাবধানে আছে পাখিটিকিশোরগঞ্জ প্রাণী হাসপাতালের ভেটেরিনারি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ইগলটিকে হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দেই। এই ইগলটির বয়স ৪০ এর ওপর। এটির ওজন প্রায় চার কেজি। কয়েক মাস চিকিৎসা পেলে সুস্থ হয়ে উড়তে পারবে। বন ও পরিবেশ থেকে এ ধরনের পাখি এখন অনেকটা বিপন্ন। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করে।’ 

কিশোরগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন বলেন, ‘এই বিষয়টি আমি আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত