ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বিদ্যালয়ের যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বখাটে এক যুবককে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান এই সাজা দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম খোন্দকার আমিনুর রহমান ওরফে সোহাগ (২২)। তাঁর বাড়ি ঘিওরের পুখুরিয়া গ্রামে।
উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুল চলাকালে আশপাশে আমিনুরসহ কয়েকজন আড্ডা দেন। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ছাত্রীদের তাঁরা উত্ত্যক্ত করতেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন আমিনুর। এ সময় ওই ছাত্রীরা এর প্রতিবাদ করলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এরপর আমিনুরকে আটক করে এলাকাবাসী।
খবর পেয়ে বেলা ১২টার দিকে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আটক আমিনুরকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এর পরপরই সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান। এরপর বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিচারক ওই যুবককে এক মাসের কারাদণ্ড দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রায়ই বিদ্যালয় চলাকালে বখাটে ছেলেরা বিদ্যালয়ের আশপাশে আড্ডা দেয়। মেয়েরা স্কুলে আসা-যাওয়ার সময় তারা উত্ত্যক্ত করে। আজ এক বখাটেকে সাজা দেওয়ার ঘটনায় অন্যরা সাবধান হবে। এতে ইভটিজিং বা উত্ত্যক্তের ঘটনা কমে আসবে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও হামিদুর রহমান বলেন, ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কেউ উত্ত্যক্ত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকাবাসীদের সতর্ক থাকতে হবে।
বিদ্যালয়ের যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বখাটে এক যুবককে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান এই সাজা দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম খোন্দকার আমিনুর রহমান ওরফে সোহাগ (২২)। তাঁর বাড়ি ঘিওরের পুখুরিয়া গ্রামে।
উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুল চলাকালে আশপাশে আমিনুরসহ কয়েকজন আড্ডা দেন। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ছাত্রীদের তাঁরা উত্ত্যক্ত করতেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন আমিনুর। এ সময় ওই ছাত্রীরা এর প্রতিবাদ করলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এরপর আমিনুরকে আটক করে এলাকাবাসী।
খবর পেয়ে বেলা ১২টার দিকে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আটক আমিনুরকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এর পরপরই সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান। এরপর বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিচারক ওই যুবককে এক মাসের কারাদণ্ড দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রায়ই বিদ্যালয় চলাকালে বখাটে ছেলেরা বিদ্যালয়ের আশপাশে আড্ডা দেয়। মেয়েরা স্কুলে আসা-যাওয়ার সময় তারা উত্ত্যক্ত করে। আজ এক বখাটেকে সাজা দেওয়ার ঘটনায় অন্যরা সাবধান হবে। এতে ইভটিজিং বা উত্ত্যক্তের ঘটনা কমে আসবে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও হামিদুর রহমান বলেন, ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কেউ উত্ত্যক্ত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকাবাসীদের সতর্ক থাকতে হবে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজারসংলগ্ন জুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
৭ মিনিট আগেমাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।
১০ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে অটোরিকশা ছিনিয়ে নেওয়া দুর্বৃত্তদের কোপে আহত চালক আবু হানিফ (৪৫) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। হানিফ সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়ার শামসুল হক খানের ছেলে। ৫ এপ্রিল রাতে যাত্রীবেশে অটোরিকশায় ওঠা তিন ব্যক্তি হানিফকে কুপিয়ে তাঁর রিকশাটি নিয়ে...
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন নামে একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
২০ মিনিট আগে