Ajker Patrika

ঘিওরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবক কারাগারে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘিওরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবক কারাগারে

বিদ্যালয়ের যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বখাটে এক যুবককে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান এই সাজা দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম খোন্দকার আমিনুর রহমান ওরফে সোহাগ (২২)। তাঁর বাড়ি ঘিওরের পুখুরিয়া গ্রামে। 

উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুল চলাকালে আশপাশে আমিনুরসহ কয়েকজন আড্ডা দেন। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ছাত্রীদের তাঁরা উত্ত্যক্ত করতেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন আমিনুর। এ সময় ওই ছাত্রীরা এর প্রতিবাদ করলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এরপর আমিনুরকে আটক করে এলাকাবাসী।

খবর পেয়ে বেলা ১২টার দিকে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আটক আমিনুরকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এর পরপরই সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান। এরপর বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিচারক ওই যুবককে এক মাসের কারাদণ্ড দেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রায়ই বিদ্যালয় চলাকালে বখাটে ছেলেরা বিদ্যালয়ের আশপাশে আড্ডা দেয়। মেয়েরা স্কুলে আসা-যাওয়ার সময় তারা উত্ত্যক্ত করে। আজ এক বখাটেকে সাজা দেওয়ার ঘটনায় অন্যরা সাবধান হবে। এতে ইভটিজিং বা উত্ত্যক্তের ঘটনা কমে আসবে। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও হামিদুর রহমান বলেন, ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কেউ উত্ত্যক্ত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকাবাসীদের সতর্ক থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত