Ajker Patrika

মাদারীপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় মনিরুল ইসলাম (৩৫) ও ফারজানা ইসলাম (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার মাদারীপুর শরীয়তপুর শেখ হাসিনা মহাসড়কের পৌর শিশুপার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায় ও তাঁর স্ত্রীর বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায়। মনিরুল ইসলাম শরীয়তপুর গ্রামীণ ব্যাংকের ডোমসার শাখার ম্যানেজার ও স্ত্রী ফারজানা আক্তার ওই শাখার কেন্দ্রীয় ব্যবস্থাপক। নিহতেরা সম্পর্কে স্বামী স্ত্রী।

স্থানীয়রা ও পুলিশ জানান, মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার মোটরসাইকেলযোগে শরীয়তপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে মাদারীপুর ট্রাকস্ট্যান্ডের দিকে আসা একটি দ্রুতগামী ট্রাক শিশুপার্ক এলাকায় তাঁদের পেছন দিয়ে ধাক্কা দেয়।  পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করে। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাকিল। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, দুজন নিহতের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে আমলে নেওয়া  হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত