নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে ফের সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘যাঁদের কাছে আমাদের অভিযোগ করার কথা তাঁরাই নির্বাচনকে কলুষিত করছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করছেন তাঁরা। আমার বাসার সিসিটিভি ফুটেজ চেক করলে দেখবেন আমার অনুসারীদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আমি আদালত থেকে কাগজও নিয়ে এসেছি। গত বছরের হেফাজতের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখা যায়, ছাত্রলীগও হেফাজতের মামলার আসামি, হিন্দুও হেফাজতের মামলার আসামি!’
আজ শনিবার সন্ধ্যায় মাসদাইরের মজলুম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তৈমুর আলম।
তৈমুর বলেন, ‘যাঁরা আমার নির্বাচনের দায়িত্বে তাঁদের গ্রেপ্তার করে হেফাজতের মামলায় যুক্ত করা হচ্ছে। এই পরিস্থিতির পরও যদি ডিসি-এসপি সাহেব বলে আমি অভিযোগ করিনি তাহলে বলার কিছু থাকে না। আমার কাছে প্রমাণ হিসেবে সিগনেচার করা কাগজও আছে। ঘণ্টাখানেক আগে আমাদের চিফ এজেন্ট এ টি এম কামালের বাড়িতেও তল্লাশি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতির বাড়িতেও তারা গেছে।’
যাঁরা তাঁকে সমর্থন করছে তাঁর বাড়িতেই পুলিশ যাচ্ছে অভিযোগ করে তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এতে ভীত হব না। আমরা নির্বাচনের মাঠে থাকব। আমার মৃত্যু হলে নির্বাচনের মাঠেই হবে। আপনারা ভয় পাবেন না। আমার নেতা-কর্মীরা মাঠে থাকবে আমিও মাঠে থাকব। আমরা মাঠে থেকে প্রতিরোধ করব। বাংলাদেশ বিশ্ব আইনের বাইরে না।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তৈমুর বলেন, ‘আমি বহুবার ইসির কাছে অভিযোগ করেছি।’
নাসিক সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী বলেছে, চারদিকে ষড়যন্ত্র, আমি একা হয়ে যাচ্ছি। এর মানে তাঁর জনসমর্থন নেই। তাঁদের একমাত্র ক্ষমতা মামলা। দুই টাকার বলপেন আর চার আনার কাগজে মামলাই তাঁদের মূল ভরসা। আমার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। এ টি এম কামালের বাসায় যে পুলিশ গেল, সে মাদক ব্যবসায়ী নাকি সন্ত্রাসী? নির্বাচন কমিশনের কমিটমেন্ট ঠিক আছে নাকি নেই তা কালকেই দেখবে সবাই।’
নারায়ণগঞ্জে বহিরাগত প্রসঙ্গে তৈমুর বলেন, ‘আইভী বলেছে, নারায়ণগঞ্জে কোনো বহিরাগত নেই। তৈমুরের বাড়ি রূপগঞ্জ থেকে লোক আসে। অথচ আইভীর সমাবেশে রূপগঞ্জ, আড়াইহাজারের এমপি ও তাঁদের লোকেরা নেতৃত্ব দিয়েছে। ছবিতেই তা দেখা গেছে। তাঁদের সঙ্গে যে বহিরাগতরা আছে তা প্রমাণিত।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে ফের সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘যাঁদের কাছে আমাদের অভিযোগ করার কথা তাঁরাই নির্বাচনকে কলুষিত করছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করছেন তাঁরা। আমার বাসার সিসিটিভি ফুটেজ চেক করলে দেখবেন আমার অনুসারীদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আমি আদালত থেকে কাগজও নিয়ে এসেছি। গত বছরের হেফাজতের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখা যায়, ছাত্রলীগও হেফাজতের মামলার আসামি, হিন্দুও হেফাজতের মামলার আসামি!’
আজ শনিবার সন্ধ্যায় মাসদাইরের মজলুম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তৈমুর আলম।
তৈমুর বলেন, ‘যাঁরা আমার নির্বাচনের দায়িত্বে তাঁদের গ্রেপ্তার করে হেফাজতের মামলায় যুক্ত করা হচ্ছে। এই পরিস্থিতির পরও যদি ডিসি-এসপি সাহেব বলে আমি অভিযোগ করিনি তাহলে বলার কিছু থাকে না। আমার কাছে প্রমাণ হিসেবে সিগনেচার করা কাগজও আছে। ঘণ্টাখানেক আগে আমাদের চিফ এজেন্ট এ টি এম কামালের বাড়িতেও তল্লাশি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতির বাড়িতেও তারা গেছে।’
যাঁরা তাঁকে সমর্থন করছে তাঁর বাড়িতেই পুলিশ যাচ্ছে অভিযোগ করে তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এতে ভীত হব না। আমরা নির্বাচনের মাঠে থাকব। আমার মৃত্যু হলে নির্বাচনের মাঠেই হবে। আপনারা ভয় পাবেন না। আমার নেতা-কর্মীরা মাঠে থাকবে আমিও মাঠে থাকব। আমরা মাঠে থেকে প্রতিরোধ করব। বাংলাদেশ বিশ্ব আইনের বাইরে না।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তৈমুর বলেন, ‘আমি বহুবার ইসির কাছে অভিযোগ করেছি।’
নাসিক সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী বলেছে, চারদিকে ষড়যন্ত্র, আমি একা হয়ে যাচ্ছি। এর মানে তাঁর জনসমর্থন নেই। তাঁদের একমাত্র ক্ষমতা মামলা। দুই টাকার বলপেন আর চার আনার কাগজে মামলাই তাঁদের মূল ভরসা। আমার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। এ টি এম কামালের বাসায় যে পুলিশ গেল, সে মাদক ব্যবসায়ী নাকি সন্ত্রাসী? নির্বাচন কমিশনের কমিটমেন্ট ঠিক আছে নাকি নেই তা কালকেই দেখবে সবাই।’
নারায়ণগঞ্জে বহিরাগত প্রসঙ্গে তৈমুর বলেন, ‘আইভী বলেছে, নারায়ণগঞ্জে কোনো বহিরাগত নেই। তৈমুরের বাড়ি রূপগঞ্জ থেকে লোক আসে। অথচ আইভীর সমাবেশে রূপগঞ্জ, আড়াইহাজারের এমপি ও তাঁদের লোকেরা নেতৃত্ব দিয়েছে। ছবিতেই তা দেখা গেছে। তাঁদের সঙ্গে যে বহিরাগতরা আছে তা প্রমাণিত।’
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৫ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৩ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৭ মিনিট আগে