Ajker Patrika

অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্বে নারায়ণগঞ্জে মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০: ১০
অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্বে নারায়ণগঞ্জে মিছিল

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় সড়কে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করা হয়। 

আজ মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সড়ক অবরোধ করা হয়। সড়কের মাঝে অগ্নিসংযোগ করেন নেতা-কর্মীরা। এ সময় ভাঙচুর করা হয় কয়েকটি ট্রাক। 

প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন নেতা-কর্মীরা। বন্ধ হয়ে যায় সড়কের উভয় পাশের যান চলাচল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁরা সরে যান। 

মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক, সহ-অর্থনীতিবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু প্রমুখ। 

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া বলেন, লিংক রোডে আমাদের একাধিক টহল টিম রয়েছে। কোনো নাশকতার চেষ্টা করা হলে পুলিশ প্রতিহত করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত