Ajker Patrika

নগরকান্দায় কিশোর গ্যাংয়ের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে একজন নিহত, আরেকজন হাসপাতালে

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৫: ১৮
নগরকান্দায় কিশোর গ্যাংয়ের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে একজন নিহত, আরেকজন হাসপাতালে

ফরিদপুরের নগরকান্দায় কিশোর গ্যাংয়ের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে রুবেল শেখ (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হিয়াবলদী কাজীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের সালাম শেখের ছেলে।

এলাকাবাসী জানায়, গতকাল বুধবার বিকেলে রুবেল তাঁর দুই বন্ধু নিয়ে হিয়াবলদী গ্রামে ঘুরতে যান। এ সময় সেই গ্রামের হায়াত শেখের ছেলে রনি শেখের (১৬) সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রুবেল শেখ সাত-আটজন সঙ্গী নিয়ে রাত ১১টার দিকে ওই এলাকায় যান। এ সময় ব্রিজের ওপর রনিকে পেয়ে তার ওপর হামলা চালান।

এ সময় রনিকে চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। রনি চিৎকার করে দৌড়ে পাশের চায়ের দোকানে আশ্রয় নেয়। পরে রনির সঙ্গীরা পাল্টা হামলা চালালে অন্যরা পালিয়ে গেলেও রুবেল শেখকে ধরে ফেলে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এলাকার লোকজন রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে রুবেলের মৃত্যু হয়।

রুবেলের বাবা সালাম শেখ বলেন, ‘আমার ছেলে হিয়াবলদী গ্রামে ঘুরতে গেলে ওরা তাকে মেরে ফেলে। আমি এর বিচার চাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খালেদুর রহমান বলেন, আহত রুবেলকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ফরিদপুরে পাঠানোর ব্যবস্থা নিতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে হিয়াবলদী গ্রামের কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই গ্রামের রনি শেখও কোপ খেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রনিকে আটক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রুবেলের লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত