Ajker Patrika

দিতির মেয়ে লামিয়ার উপর হামলার অভিযোগ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ৫৭
ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দিয়াপাড়া এলাকায় নানার বাড়ির সম্পত্তি নিয়ে সালিসে মামির লোকজনের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী দিতি ও সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। আজ শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

লামিয়া চৌধুরী বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। ওদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই। নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর সন্ত্রাসীরা আসে। ওদের হাতে অস্ত্র ছিল, আমাদের মারার জন্য। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার পা ভেঙে ফেলেছে। আমার ফোনও কেড়ে নিয়েছিল। আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি। এরপর আমি গাড়িতে উঠে গেছি।’

লামিয়া অভিযোগ করে বলেন, ‘আমার মা-বাবা মারা গেছে। ওরা আমাদের জায়গাজমি দিয়ে গেছে। কিছুই ভোগ করতে পারি না। চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে। আমার ভাই দেশে নেই। আমি সবকিছু একাই হ্যান্ডেল করছি। এ কারণে সবাই এভাবে আমার পেছনে লেগেছে। কত বছর ধরে আমার জীবনে এসব চলছে বলে বোঝাতে পারব না। আমার জীবন হুমকির মুখে। আমি একা, সন্ত্রাসীরা এসব বুঝে গেছে।’

ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

দিতির বড় ভাই আনোয়ার হোসেন বলেন, ‘শনিবার দুপুরে আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি, স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, সোহেল, জাহাঙ্গীরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের বাড়ি সার্ভে করে জোরপূর্বক পিলার বসায়। এ সময় আমরা বাধা দিলে বিএনপি নেতাদের সহযোগিতায় আমার ছোট ভাইয়ের স্ত্রী সারমিন প্রীতি ও তার সঙ্গীয় বাহিনী আমার বোন দিতির মেয়ে লামিয়ার ওপর এবং আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করে এবং লামিয়ার গাড়ি ভাঙচুর করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণ বাঁচাতে লামিয়া গাড়ি নিয়ে চলে যায়।’

তবে লামিয়া আক্তারের মামি ও চিত্র নায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন আক্তার প্রীতি বলেন, ‘আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাকে ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। লামিয়া শেখ মারুফের রক্ষিতা হয়ে আমার সম্পত্তি জোরপূর্বক আত্মসাৎ করে রেখেছে। আমি সমাজের লোকজন ডেকে বিচার-সালিস করে আমার স্বামীর সম্পত্তি বুঝে নেওয়ার চেষ্টা করলে লামিয়া ঢাকা থেকে তার বন্ধুদের নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। আমি হাসপাতালে ভর্তি আছি।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, ‘এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পরে জানতে পারি বিষয়টি চিত্র নায়িকা দিতির পারিবারিক বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত