মাদারীপুর প্রতিনিধি
শ্রেণিকক্ষে দুষ্টামি করায় মাদ্রাসাছাত্র আবির মৃধাকে (১২) বেত দিয়ে পিটিয়ে আহত করেছেন মাদ্রাসার শিক্ষক ফকির মোক্তারুজ্জামান (৪২)। ওই শিক্ষার্থীর অভিভাবকেরা বিষয়টি জানতে মাদ্রাসায় যান। এ সময় মাদ্রাসার শিক্ষক তাঁর লোকজন নিয়ে রুমের দরজা বন্ধ করে ছাত্রের পরিবারের চার সদস্যকে মারধর করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ।
গতকাল রোববার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া আদর্শ হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল রাতেই মামলা করা হলে মাদ্রাসাশিক্ষক ফকির মোক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মোক্তারুজ্জামানের বাড়ি বাগেরহাটের রামপালে। এক বছর আগে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি।
আহত ব্যক্তিরা হলেন মাদারীপুর শহরের কুকরাইল এলাকার জামাল মৃধা (৪৬), তাঁর ছেলে আবির মৃধা (১২), একই এলাকার খলিল মৃধার ছেলে নাইম মৃধা (২২), বজলু হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (২৭) এবং করদি গ্রামের এনতাজউদ্দিন সরদারের ছেলে শহীদ সরদার (৪৮)।
ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে দুষ্টামি করে মাদারীপুর শহরের কুকরাইল এলাকার আবির। বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে যান মাদ্রাসার শিক্ষক মোক্তারুজ্জামান।
দুই শিক্ষার্থীর সহযোগিতায় আবিরের হাত-পা চেপে ধরে বেত দিয়ে বেদম পিটিয়ে আহত করা হয় তাকে। পরে আবির ভয় পেয়ে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। বিষয়টি জানতে বিকেলে মাদ্রাসায় যান আবিরের পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের একটি রুমের ভেতর আটকিয়ে রাখা হয়। অভিযুক্ত শিক্ষকের নেতৃত্বে তাঁর লোকজন মিলে আবিরের বাবাসহ চারজনকে মারধর করেন।
৯৯৯-এ কল পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ওই শিক্ষার্থীসহ পাঁচজনকে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের নামে মামলা করে ভুক্তভোগীর পরিবার। অভিযান চালিয়ে গতকাল রাতেই মূল অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মোক্তারুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষার্থী আহত আবির মৃধা বলেন, ‘আমাকে বড় হুজুর (মাদ্রাসার প্রধান শিক্ষক) মাদ্রাসার দুই শিক্ষার্থীর সহযোগিতায় বেত দিয়ে পিটিয়ে আহত করেন। পরে ভয়ে আমি একা বাড়িতে চলে আসি।’
আহত শিক্ষার্থীর বাবা জামাল মৃধা বলেন, ‘ছেলেকে মারধরের বিষয় জানতে মাদ্রাসায় যাই। এ সময় মাদ্রাসার ওই শিক্ষক ফকির মোক্তারুজ্জামানের নেতৃত্বে তার লোকজন মিলে আমাদের মারধর করেছে। মাদ্রাসার একটি রুমের ভেতর আটকিয়ে রাখে। পরে ৯৯৯-এ কল দিলে আমাদের সবাইকে পুলিশ উদ্ধার করে।’
আহত আবিরের মা আয়েশা বেগম বলেন, ‘আমার ছেলে ও আমাদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিচার চাই। আমরা জানতে গেলে ১৫-২০ জন লোক একত্রে আমাদের ওপর এই হামলা চালায়।’
ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আবু বক্কর বলেন, ‘ঘটনার সময় আমি মাদ্রাসায় ছিলাম না। তাই এ ব্যাপারটি সম্পর্কে আমি কিছু বলতে পারব না।’
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘মাদ্রাসাছাত্রকে মারধরের ঘটনায় প্রধান আসামি ফকির মোক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’
শ্রেণিকক্ষে দুষ্টামি করায় মাদ্রাসাছাত্র আবির মৃধাকে (১২) বেত দিয়ে পিটিয়ে আহত করেছেন মাদ্রাসার শিক্ষক ফকির মোক্তারুজ্জামান (৪২)। ওই শিক্ষার্থীর অভিভাবকেরা বিষয়টি জানতে মাদ্রাসায় যান। এ সময় মাদ্রাসার শিক্ষক তাঁর লোকজন নিয়ে রুমের দরজা বন্ধ করে ছাত্রের পরিবারের চার সদস্যকে মারধর করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ।
গতকাল রোববার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া আদর্শ হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল রাতেই মামলা করা হলে মাদ্রাসাশিক্ষক ফকির মোক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মোক্তারুজ্জামানের বাড়ি বাগেরহাটের রামপালে। এক বছর আগে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি।
আহত ব্যক্তিরা হলেন মাদারীপুর শহরের কুকরাইল এলাকার জামাল মৃধা (৪৬), তাঁর ছেলে আবির মৃধা (১২), একই এলাকার খলিল মৃধার ছেলে নাইম মৃধা (২২), বজলু হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (২৭) এবং করদি গ্রামের এনতাজউদ্দিন সরদারের ছেলে শহীদ সরদার (৪৮)।
ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে দুষ্টামি করে মাদারীপুর শহরের কুকরাইল এলাকার আবির। বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে যান মাদ্রাসার শিক্ষক মোক্তারুজ্জামান।
দুই শিক্ষার্থীর সহযোগিতায় আবিরের হাত-পা চেপে ধরে বেত দিয়ে বেদম পিটিয়ে আহত করা হয় তাকে। পরে আবির ভয় পেয়ে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। বিষয়টি জানতে বিকেলে মাদ্রাসায় যান আবিরের পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের একটি রুমের ভেতর আটকিয়ে রাখা হয়। অভিযুক্ত শিক্ষকের নেতৃত্বে তাঁর লোকজন মিলে আবিরের বাবাসহ চারজনকে মারধর করেন।
৯৯৯-এ কল পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ওই শিক্ষার্থীসহ পাঁচজনকে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের নামে মামলা করে ভুক্তভোগীর পরিবার। অভিযান চালিয়ে গতকাল রাতেই মূল অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মোক্তারুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষার্থী আহত আবির মৃধা বলেন, ‘আমাকে বড় হুজুর (মাদ্রাসার প্রধান শিক্ষক) মাদ্রাসার দুই শিক্ষার্থীর সহযোগিতায় বেত দিয়ে পিটিয়ে আহত করেন। পরে ভয়ে আমি একা বাড়িতে চলে আসি।’
আহত শিক্ষার্থীর বাবা জামাল মৃধা বলেন, ‘ছেলেকে মারধরের বিষয় জানতে মাদ্রাসায় যাই। এ সময় মাদ্রাসার ওই শিক্ষক ফকির মোক্তারুজ্জামানের নেতৃত্বে তার লোকজন মিলে আমাদের মারধর করেছে। মাদ্রাসার একটি রুমের ভেতর আটকিয়ে রাখে। পরে ৯৯৯-এ কল দিলে আমাদের সবাইকে পুলিশ উদ্ধার করে।’
আহত আবিরের মা আয়েশা বেগম বলেন, ‘আমার ছেলে ও আমাদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিচার চাই। আমরা জানতে গেলে ১৫-২০ জন লোক একত্রে আমাদের ওপর এই হামলা চালায়।’
ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আবু বক্কর বলেন, ‘ঘটনার সময় আমি মাদ্রাসায় ছিলাম না। তাই এ ব্যাপারটি সম্পর্কে আমি কিছু বলতে পারব না।’
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘মাদ্রাসাছাত্রকে মারধরের ঘটনায় প্রধান আসামি ফকির মোক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে