Ajker Patrika

পাকুন্দিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২২: ৪৮
আল আমিন। ছবি: সংগৃহীত
আল আমিন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে আনন্দ মিছিলে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বিএনপির এক নেতা মারা গেছেন। তাঁর নাম আল আমিন (৪৫)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহল এলাকায় এ ঘটনা ঘটে।

আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন জানান, সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সব সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে পাটমহল এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আসেন। এ সময় দলের নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, আল আমিন মারা গেছেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূর-এ-আলম খান আজকের পত্রিকাকে বলেন, আল আমিন নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন রোজার আগেই, ঘোষণা আসতে পারে আজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত