অরূপ রায়, সাভার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতিপয় উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ খরচের ক্ষেত্রে ভ্যাট ও আয়কর প্রদান বাধ্যতামূলক। কিন্তু ভ্যাট ও আয়করের টাকা দিতে হয় শিক্ষকদের পকেট থেকে, যা তাঁরা ফেরত পান না।
বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের খরচের ভাউচার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
শিক্ষকেরা জানিয়েছেন, টাকা বরাদ্দ পাওয়ার পর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে শিক্ষার্থী অনুযায়ী বিদ্যালয় পর্যায়ে তা বণ্টন করা হয়। বরাদ্দ পাওয়ার পর শিক্ষকদের পকেট থেকে টাকা খরচ করে বরাদ্দের সমপরিমাণ খরচের ভাউচারসহ ভ্যাট ও আয়করের চালান জমা দেওয়া হয়। এরপর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে বরাদ্দের অর্থ ছাড় করা হয়।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রমের (স্লিপ) আওতায় ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রথম পর্যায়ে মোট বরাদ্দ পাওয়া গেছে ২৯ লাখ ৪৩ হাজার ৬৪১ টাকা। এর মধ্যে ভ্যাট ও আয়কর বাবদ খরচ দেখানো হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৭৯০ টাকা। আর বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন খাতে খরচ দেখানো হয়েছে ২৫ লাখ ১৬ হাজার ৩৫০ টাকা। কিন্তু অর্থ ছাড়ের জন্য বিদ্যালয়গুলোকে ২৯ লাখ ৪৩ হাজার ৬৪১ টাকার খরচের ভাউচারের সঙ্গে ৪ লাখ ২৬ হাজার ৭৯০ টাকার আয়কর ও ভ্যাটের চালান দিতে হয়েছে।
জানতে চাইলে উত্তর কাউন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীন বলেন, ‘বরাদ্দের টাকা খরচের পর ওই পরিমাণ টাকার ভাউচারসহ ভ্যাট ও আয়করের ৫ হাজার ২৮৭ টাকার চালান জমা দেওয়ার পর আমি বরাদ্দের ৩৫ হাজার ২৩৫ টাকা পেয়েছি। ভ্যাট ও আয়কর বাবদ যে টাকা খরচ করেছি, তা আমার পকেট থেকে গেছে। এভাবে বছরের পর বছর ভ্যাট ও আয়কর বাবদ বেতনের টাকা খরচ করতে হচ্ছে।’
ঢাকার সাভার উপজেলার সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরে দুই দফায় স্লিপের বরাদ্দ দেওয়া হয়েছিল ৮৫ হাজার টাকা। বরাদ্দের ওই পরিমাণ টাকা খরচ করতে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে ৮ হাজার ৯২৬ টাকার ভ্যাট ও আয়কর দিতে হয়েছে। বিদ্যালয়ে সংরক্ষিত ভাউচার অনুযায়ী বরাদ্দের ৮৫ হাজার টাকা বিভিন্ন খাতে খরচ দেখানো হয়েছে। এর বাইরে ভ্যাট ও আয়কর বাবদ খরচ দেখানো হয়েছে ৮ হাজার ৯২৬ টাকা, যার চালান ভাউচারের সঙ্গে রয়েছে।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমা হোসেন বলেন, ‘বিষয়টি গতানুগতিকভাবে হয়ে আসছে। এর বাইরে আমার আর কিছু বলার নেই।’
জানতে চাইলে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘বরাদ্দ করা অর্থ ছাড় করাতে রীতি বা পদ্ধতিগত কারণে বরাদ্দের সমপরিমাণ ভাউচারের সঙ্গে শিক্ষকদের ভ্যাট ও আয়করের চালান জমা দিতে হয়। কিন্তু শিক্ষকেরা প্রকৃতপক্ষে ভ্যাট ও আয়করের টাকা নিজেরা খরচ করেন কি না, তা আমার জানা নেই। তবে খরচের ভাউচার ও চালান দেখে মনে হয় ভ্যাট ও আয়করের টাকা তাঁদের পকেট থেকেই খরচ করেন।’
সাভার উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জগদীশ বিশ্বাস বলেন, ‘সরকারি বরাদ্দের অতিরিক্ত খরচ করা বা ভাউচার দেওয়ার কোনো সুযোগ নেই। প্রকৃত খরচের ভাউচারের সঙ্গে ভ্যাট ও আয়করের খরচ সমন্বয় করে বরাদ্দের সমপরিমাণ ভাউচার দিতে হবে। এর ব্যত্যয় হয়ে থাকলে বিষয়টি আমার নজরে আসেনি। বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতিপয় উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ খরচের ক্ষেত্রে ভ্যাট ও আয়কর প্রদান বাধ্যতামূলক। কিন্তু ভ্যাট ও আয়করের টাকা দিতে হয় শিক্ষকদের পকেট থেকে, যা তাঁরা ফেরত পান না।
বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের খরচের ভাউচার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
শিক্ষকেরা জানিয়েছেন, টাকা বরাদ্দ পাওয়ার পর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে শিক্ষার্থী অনুযায়ী বিদ্যালয় পর্যায়ে তা বণ্টন করা হয়। বরাদ্দ পাওয়ার পর শিক্ষকদের পকেট থেকে টাকা খরচ করে বরাদ্দের সমপরিমাণ খরচের ভাউচারসহ ভ্যাট ও আয়করের চালান জমা দেওয়া হয়। এরপর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে বরাদ্দের অর্থ ছাড় করা হয়।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রমের (স্লিপ) আওতায় ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রথম পর্যায়ে মোট বরাদ্দ পাওয়া গেছে ২৯ লাখ ৪৩ হাজার ৬৪১ টাকা। এর মধ্যে ভ্যাট ও আয়কর বাবদ খরচ দেখানো হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৭৯০ টাকা। আর বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন খাতে খরচ দেখানো হয়েছে ২৫ লাখ ১৬ হাজার ৩৫০ টাকা। কিন্তু অর্থ ছাড়ের জন্য বিদ্যালয়গুলোকে ২৯ লাখ ৪৩ হাজার ৬৪১ টাকার খরচের ভাউচারের সঙ্গে ৪ লাখ ২৬ হাজার ৭৯০ টাকার আয়কর ও ভ্যাটের চালান দিতে হয়েছে।
জানতে চাইলে উত্তর কাউন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীন বলেন, ‘বরাদ্দের টাকা খরচের পর ওই পরিমাণ টাকার ভাউচারসহ ভ্যাট ও আয়করের ৫ হাজার ২৮৭ টাকার চালান জমা দেওয়ার পর আমি বরাদ্দের ৩৫ হাজার ২৩৫ টাকা পেয়েছি। ভ্যাট ও আয়কর বাবদ যে টাকা খরচ করেছি, তা আমার পকেট থেকে গেছে। এভাবে বছরের পর বছর ভ্যাট ও আয়কর বাবদ বেতনের টাকা খরচ করতে হচ্ছে।’
ঢাকার সাভার উপজেলার সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরে দুই দফায় স্লিপের বরাদ্দ দেওয়া হয়েছিল ৮৫ হাজার টাকা। বরাদ্দের ওই পরিমাণ টাকা খরচ করতে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে ৮ হাজার ৯২৬ টাকার ভ্যাট ও আয়কর দিতে হয়েছে। বিদ্যালয়ে সংরক্ষিত ভাউচার অনুযায়ী বরাদ্দের ৮৫ হাজার টাকা বিভিন্ন খাতে খরচ দেখানো হয়েছে। এর বাইরে ভ্যাট ও আয়কর বাবদ খরচ দেখানো হয়েছে ৮ হাজার ৯২৬ টাকা, যার চালান ভাউচারের সঙ্গে রয়েছে।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমা হোসেন বলেন, ‘বিষয়টি গতানুগতিকভাবে হয়ে আসছে। এর বাইরে আমার আর কিছু বলার নেই।’
জানতে চাইলে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘বরাদ্দ করা অর্থ ছাড় করাতে রীতি বা পদ্ধতিগত কারণে বরাদ্দের সমপরিমাণ ভাউচারের সঙ্গে শিক্ষকদের ভ্যাট ও আয়করের চালান জমা দিতে হয়। কিন্তু শিক্ষকেরা প্রকৃতপক্ষে ভ্যাট ও আয়করের টাকা নিজেরা খরচ করেন কি না, তা আমার জানা নেই। তবে খরচের ভাউচার ও চালান দেখে মনে হয় ভ্যাট ও আয়করের টাকা তাঁদের পকেট থেকেই খরচ করেন।’
সাভার উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জগদীশ বিশ্বাস বলেন, ‘সরকারি বরাদ্দের অতিরিক্ত খরচ করা বা ভাউচার দেওয়ার কোনো সুযোগ নেই। প্রকৃত খরচের ভাউচারের সঙ্গে ভ্যাট ও আয়করের খরচ সমন্বয় করে বরাদ্দের সমপরিমাণ ভাউচার দিতে হবে। এর ব্যত্যয় হয়ে থাকলে বিষয়টি আমার নজরে আসেনি। বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে