Ajker Patrika

হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১: ৪৫
হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ

বিএনপির ডাকা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টের সামনে এই মিছিল হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকেরা মিছিলটি বের করেন। নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি তোলার পাশাপাশি সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে দেশব্যাপী হরতালের সমর্থনে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। আমাদের দাবি উপেক্ষা করে এই সরকার জোর করে নির্বাচন করে আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে চাইছে। তবে এবার আমরা সেই সুযোগ দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।’

সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, ‘সকালে মহাসড়কে কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা আমরা জানি না। তবে মহাসড়কে মিছিল বের করেছিল শুনেছি। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। যেকোনো নাশকতা এড়াতে আমরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত