নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভূমি মালিকদের চেক প্রদানের মধ্য দিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য মোট ১৭.০৮৯৪ একর ভূমি হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ও ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর ও মধ্যেরচর মৌজার জমি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ১৫০০ ফাজিল-কামিল, অনার্স-মাস্টার্স মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের জমি বুঝে পাওয়ার মাধ্যমে মাদ্রাসা শিক্ষায় নতুন দিগন্তের সূচনা হলো।’
ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে জমি বুঝিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে মাদ্রাসা শিক্ষায় আরও বেশি গতি সঞ্চার হবে।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় জাতীয় সংসদে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আইন ২০১৩ পাস এবং মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভের মধ্য দিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ, ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠ্যসূচির আধুনিকীকরণ ও উন্নতিসাধন, শিক্ষার গুণগতমান উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধিসংক্রান্ত যাবতীয় বিষয় পরিচালনা করছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের আয়তন মোট ১৭.০৮৯৪ একর জমি বরাদ্দ রয়েছে। এর মধ্যে তিন একর জমি সৌদি সরকারের অনুদানে ‘আরবি ভাষা ইনস্টিটিউট’-এর জন্য বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের পূর্ত কাজ বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক রফিক আহমদ সিদ্দিক, রেজিস্ট্রার রেজাউল হক, উপরেজিস্ট্রার ড. মো. আবু হানীফা, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. রফিক আল মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর টিম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, কানুনগো সার্ভেয়ার এবং ঢাকা জেলা প্রশাসনের টিম ও স্থানীয় জনপ্রতিনিধিসহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমান প্রমুখ।
ভূমি মালিকদের চেক প্রদানের মধ্য দিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য মোট ১৭.০৮৯৪ একর ভূমি হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ও ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর ও মধ্যেরচর মৌজার জমি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ১৫০০ ফাজিল-কামিল, অনার্স-মাস্টার্স মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের জমি বুঝে পাওয়ার মাধ্যমে মাদ্রাসা শিক্ষায় নতুন দিগন্তের সূচনা হলো।’
ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে জমি বুঝিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে মাদ্রাসা শিক্ষায় আরও বেশি গতি সঞ্চার হবে।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় জাতীয় সংসদে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আইন ২০১৩ পাস এবং মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভের মধ্য দিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ, ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠ্যসূচির আধুনিকীকরণ ও উন্নতিসাধন, শিক্ষার গুণগতমান উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধিসংক্রান্ত যাবতীয় বিষয় পরিচালনা করছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের আয়তন মোট ১৭.০৮৯৪ একর জমি বরাদ্দ রয়েছে। এর মধ্যে তিন একর জমি সৌদি সরকারের অনুদানে ‘আরবি ভাষা ইনস্টিটিউট’-এর জন্য বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের পূর্ত কাজ বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক রফিক আহমদ সিদ্দিক, রেজিস্ট্রার রেজাউল হক, উপরেজিস্ট্রার ড. মো. আবু হানীফা, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. রফিক আল মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর টিম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, কানুনগো সার্ভেয়ার এবং ঢাকা জেলা প্রশাসনের টিম ও স্থানীয় জনপ্রতিনিধিসহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমান প্রমুখ।
ঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
৩০ মিনিট আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
৩৬ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর শুধু যন্ত্র সরবরাহ নয়, এটি রাষ্ট্রের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার প্রতিফলন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সমতল হোক কিংবা পাহাড়—কোথাও খাদ্যঘাটতির জায়গা থাকবে না।’
৩৮ মিনিট আগেগত বছর ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের মিরাজ। তিনি ছিলেন মৃত আব্দুস ছালামের বড় ছেলে। মাত্র ৫ শতাংশ জমি কিনে বাড়ি করার ইচ্ছে ছিল তাঁদের। কিন্তু প্রতিবেশী দুলাল মণ্ডল দলিল থাকা সত্ত্বেও জমিটি দখলে নিতে দেননি।
১ ঘণ্টা আগে