Ajker Patrika

জাতীয় সংসদে ৫% সংরক্ষিত আসন বরাদ্দের দাবি ইউসিজিএমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৫: ৫০
জাতীয় সংসদে ৫% সংরক্ষিত আসন বরাদ্দের দাবি ইউসিজিএমের

জাতীয় সংসদে ৫ শতাংশ সংরক্ষিত আসন আদিবাসীদের বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী সংগঠনগুলোর ঐক্য পরিষদ (ইউসিজিএম)। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

ইউসিজিএমের মহাসচিব অরণ্য ই. চিরান লিখিত বক্তব্যে বলেন, বর্তমান সরকার এ দেশের আদিবাসীদের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী আইন ২০১০ প্রণয়ন করে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশ সংবিধানের ২৩ (ক) ধারায় সংযোজন করেছে, যা আদিবাসীদের জন্য একটি যুগান্তকারী ঘটনা ছিল। ওই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ দেশের সর্বস্তরের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, তাতে আদিবাসী জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়নি। যার মাধ্যমে তাদের অধিকার ও অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। তাই আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব রক্ষার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসী অধিকারবিষয়ক ইস্যুগুলো অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সংবিধানে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনসহ একজন আদিবাসীকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব প্রদান, আদিবাসীদের জন্য মহান জাতীয় সংসদে ৫ শতাংশ সংরক্ষিত আসন বরাদ্দ, সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করার জন্য একটি পৃথক ভূমি কমিশন গঠন করাসহ ১১টি দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ইউসিজিএমের সভাপতি অজয় এ মৃ। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবা কামাল, বিলার মহাসচিব অ্যাড. দীনেশ দারু, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত