Ajker Patrika

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, ২ যুবক নিহত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৫: ৩৪
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, ২ যুবক নিহত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার পুরা-দীঘিরপাড় সড়কে বেশনাল কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুরা-দীঘিরপাড় সড়কে বেশনাল কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মহেশপুর এলাকার বাসিন্দা দ্বীন ইসলামের ছেলে মোকসেদ গাজী (২৭) ও তাঁতিকান্দি এলাকার মোহাম্মদ হান্নানের ছেলে নাছির সৈয়াল (২৬)। গুরুতর আহত যুবক মহেশপুর এলাকার মো. মনির মিয়ার ছেলে সোহাগ হোসেন (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত ২টার দিকে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বেশনাল কবরস্থান মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে কবরস্থানের দেয়ালে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজন। খানিক সময় পরেই পেছনে থাকা অপর মোটরসাইকেলচালক রমি সরদার ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই মোকসেদ মারা যান এবং গুরুতর আহত নাসির ও সোহাগকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দীঘিরপাড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এম আশরাফুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুজনের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত