Ajker Patrika

বেইলি রোডে আগুনে পোড়া ৫ জনের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৫: ৩৬
Thumbnail image

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল ১১ জনকে। তাদের মধ্যে ছয়জন সুস্থ হওয়ায় তাদের শিগগির ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বাকি পাঁচজনের অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হবে। 

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই দুর্ঘটনায় আহত বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় ১১ জন। নিহত হয় ৪৬ জন। 

আজ শনিবার বেলা ১১টার দিকে বেইলি রোডের বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডা. সামন্ত লাল সেন। 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি ছিল। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে বলেছেন এদের কেয়ার নেওয়ার কথা। চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। এদের চিকিৎসার জন্য চিকিৎসা ফান্ডে প্রধানমন্ত্রী অর্থসহায়তা দিয়েছেন।’ 

মন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১১ জনের মধ্যে ছয়জন সুস্থ থাকায় তাদের ছেড়ে দেওয়া হবে, পাঁচজন থাকবে। তাদের কাউকেই শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত