Ajker Patrika

গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটি বিলুপ্ত

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৫, ২৩: ২৫
গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটি বিলুপ্ত

গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীন সকল ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন ও যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির কেন্দ্রীয় একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বিবৃতিতে স্বাক্ষরকারী তিনজন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল ও সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু এবং নজরুলর ইসলাম আজাদ ঢাকায় কেন্দ্রীয় অফিসে একটি সভা করেন।

সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সভায় গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলাপ আলোচনার পর উল্লেখিত সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সিদ্ধান্তের ফলে গাজীপুর জেলা বিএনপির অধীন কাপাসিয়া উপজেলা, কালিয়াকৈর উপজেলা ও পৌরসভা, কালীগঞ্জ উপজেলা ও পৌরসভা, শ্রীপুর উপজেলা ও পৌরসভা, গাজীপুর সদর উপজেলা কমিটি বিলুপ্ত হয়ে গেল। ফলে গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো কমিটি থাকল না।

সূত্র আরও জানায়, আগামী ১ জুনের মধ্যে জেলার আহ্বায়ক কমিটি, সদ্য বিলুপ্ত সংশ্লিষ্ট ইউনিট কমিটি ও তার আগের সংশ্লিষ্ট ইউনিট কমিটির সমন্বয়ে যৌথ কর্মী সভা করে পরবর্তী নতুন কমিটির নাম প্রস্তাব আকারে কেন্দ্রের নিকট জমা দেবে। পরে সেই সব প্রস্তাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুমোদনের পর চূড়ান্ত কমিটি ঘোষণা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত