নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাখালপাড়া এলাকা থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সুস্মিতা সাহা। তিনি মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন। আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
সুস্মিতা সাহা তাঁর এক বান্ধবীর বাসায় ছিলেন। বান্ধবীর বাসাতেই গত রাতে ঘুমের ওষুধ সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তেজগাঁও এলাকার ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।’
ওসি মাজারুল ইসলাম বলেন, ‘গত এক মাস ধরে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় তিনি ছিলেন। মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করা চিকিৎসক সুস্মিতা সাহা কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না। এক মুসলিম ছেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। মানসিক কষ্ট থেকে তিনি ঘুমের ওষুধ সেবন করলে আত্মীয়স্বজন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইম্পালস হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
থানার পুলিশ জানিয়েছে, মৃত নারী চিকিৎসক সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর বাজারে। বাবার নাম সনজিত কুমার সাহা।
উদ্ধার চিরকুটে লেখা ছিল, ‘একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধে রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।’
চিরকুটের সত্যতা নিশ্চিতে এবং আইনগত পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছে পুলিশ।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাখালপাড়া এলাকা থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সুস্মিতা সাহা। তিনি মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন। আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
সুস্মিতা সাহা তাঁর এক বান্ধবীর বাসায় ছিলেন। বান্ধবীর বাসাতেই গত রাতে ঘুমের ওষুধ সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তেজগাঁও এলাকার ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।’
ওসি মাজারুল ইসলাম বলেন, ‘গত এক মাস ধরে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় তিনি ছিলেন। মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করা চিকিৎসক সুস্মিতা সাহা কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না। এক মুসলিম ছেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। মানসিক কষ্ট থেকে তিনি ঘুমের ওষুধ সেবন করলে আত্মীয়স্বজন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইম্পালস হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
থানার পুলিশ জানিয়েছে, মৃত নারী চিকিৎসক সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর বাজারে। বাবার নাম সনজিত কুমার সাহা।
উদ্ধার চিরকুটে লেখা ছিল, ‘একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধে রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।’
চিরকুটের সত্যতা নিশ্চিতে এবং আইনগত পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুরে এক অটোরিকশা চালককে হাত ও পায়ের রগ কেটে হত্যার পর সড়কে ফেলে রাখার অভিযোগ উঠেছে তাকওয়া পরিবহনের স্টাফের বিরুদ্ধে। মামলা নিতে গড়িমসির অভিযোগ তুলে তাকওয়া পরিবহনের বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ...
৩৫ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে তিন কৃষকের খরের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার চেঁচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রান্তিক কৃষক শাজাহান আলী, আব্দুস সোবহান ও রোজাউল করিম ধান মাড়াই করে গরুর খাদ্য হিসেবে তাঁদের বাড়ির পাশে খলায় খরের গাদা তৈরি করেন।
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (৩ মার্চ) ভোর থেকে দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম চরে এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেনাটোরের লালপুরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছে শিশুসন্তান। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. মুরসালিন (৩)। সে ওই গ্রামের মো. পিন্টুর ছেলে।
২ ঘণ্টা আগে