ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পলিথিন বর্জ্য রিসাইকেলিংয়ের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল উৎপাদন করা হয়েছে। আজ সোমবার দুপুরে প্র্যাকটিক্যাল অ্যাকশনের সহযোগিতায় ও ফরিদপুর পৌরসভার উদ্যোগে এক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে শহরতলির আদমপুরে অবস্থিত পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে দেশে প্রথমবারের মতো পাইরোলাইসিস প্ল্যান্টের উদ্বোধন করা হয়। যার মাধ্যমে প্রতিদিন ৩৬০ কেজি পলিথিন ও প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল উৎপাদন করা হবে। তবে এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল উৎপাদন করা হয়েছে বলে সেমিনারে জানানো হয়। এই প্ল্যান্টটি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করছে ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল অ্যাকশন, বেসরকারি কোম্পানি রিভার-সাইকেল, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এবং ড্যানিডা মার্কেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ।
এদিন প্রধান অতিথি হিসেবে পাইরোলাইসিস প্ল্যান্টের উদ্বোধন করেন ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর এবং হেড অব ট্রেড মি. আলী মুস্তাক বাটসহ অতিথিবৃন্দ। পরে ‘পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধ করি, পরিবেশ বাঁচাই’ এ স্লোগানে একটি সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের অম্বিকা মেমোরিয়াল চত্বরে এসে শেষ হয়। এরপর অম্বিকা মেমোরিয়াল হল রুমে ‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: পথপ্রদর্শনে ফরিদপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং নিয়ে গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে জানানো হয়, পাইরোলাইসিস প্রযুক্তির মাধ্যমে পরিবেশ থেকে একবার ব্যবহৃত প্লাস্টিক অপসারণ করে জ্বালানিতে রূপান্তরিত করবে এবং পাতলা পলিথিন ও প্লাস্টিক প্রক্রিয়াজাত করে পাইরোলাইসিস তেল এবং কার্বন তৈরি করে করবে। যা থেকে উৎপাদিত তেল ট্রাক্টর, ট্রাক, জাহাজ, ডিজেল চালিত জেনারেটরে ব্যবহার করা যাবে এবং ব্ল্যাক কার্বন ছাপাখানার কালি হিসেবে ব্যবহার করা হবে।
এ সময় ফরিদপুরে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচিত্র উপস্থাপনকালে জানানো হয়, ৬৬ বর্গ কিলোমিটার আয়তনের ফরিদপুর পৌরসভা থেকে প্রতিদিন ৬.২ টন সিংগেল-ইউজড পলিথিন ও প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। যা থেকে মাত্র ৩০ শতাংশ বর্জ্য রিসাইক্লিং করা হচ্ছে। আগামী কয়েক বছরের মাধ্যমে তা ৫০ শতাংশে নিয়ে আসা হবে বলে জানানো হয়।
দেশে প্রথমবারের মতো ফরিদপুরে পলিথিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন পৌর মেয়র অমিতাভ বোস। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর তৈরি করতে ফরিদপুর পৌরসভা প্রতিশ্রুতিবদ্ধ। এ উদ্যোগের মাধ্যমে শহরের বাসিন্দাদের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।
এ সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. জিয়াউল হক, ইউএনআইডিও এর প্রতিনিধি ড. জাকিউজ্জামান, ডাব্লিউএসইউপি এর কান্ট্রি ম্যানেজার প্রকৌশলী উত্তম কুমার সাহা এবং প্রাক্টিক্যাল অ্যাকশনের এশিয়া রিজওনাল পরিচালক ড. অয়ন এ ব্যানার্জি।
সেমিনারে বক্তারা জানান, পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অধিকাংশ একবার ব্যবহৃত প্লাস্টিক ও নরম প্লাস্টিক পরিবেশ, নদী-নালায়, সড়কের পাশে গিয়ে জমা হচ্ছে। যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই বর্জ্য সঠিকভাবে কর্মীদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সে জন্য বর্জ্য সংগ্রহকারী কর্মীদের মূল্যায়নেরও আহ্বান জানান তারা।
এ ছাড়া এসব বর্জ্য বাসা বাড়িতে আলাদা স্থানে রাখা এবং প্লাস্টিক পণ্য কম ব্যবহারের জন্য শহরবাসীদের আহ্বান জানানো হয়।
ফরিদপুরে পলিথিন বর্জ্য রিসাইকেলিংয়ের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল উৎপাদন করা হয়েছে। আজ সোমবার দুপুরে প্র্যাকটিক্যাল অ্যাকশনের সহযোগিতায় ও ফরিদপুর পৌরসভার উদ্যোগে এক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে শহরতলির আদমপুরে অবস্থিত পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে দেশে প্রথমবারের মতো পাইরোলাইসিস প্ল্যান্টের উদ্বোধন করা হয়। যার মাধ্যমে প্রতিদিন ৩৬০ কেজি পলিথিন ও প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল উৎপাদন করা হবে। তবে এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল উৎপাদন করা হয়েছে বলে সেমিনারে জানানো হয়। এই প্ল্যান্টটি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করছে ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল অ্যাকশন, বেসরকারি কোম্পানি রিভার-সাইকেল, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এবং ড্যানিডা মার্কেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ।
এদিন প্রধান অতিথি হিসেবে পাইরোলাইসিস প্ল্যান্টের উদ্বোধন করেন ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর এবং হেড অব ট্রেড মি. আলী মুস্তাক বাটসহ অতিথিবৃন্দ। পরে ‘পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধ করি, পরিবেশ বাঁচাই’ এ স্লোগানে একটি সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের অম্বিকা মেমোরিয়াল চত্বরে এসে শেষ হয়। এরপর অম্বিকা মেমোরিয়াল হল রুমে ‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: পথপ্রদর্শনে ফরিদপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং নিয়ে গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে জানানো হয়, পাইরোলাইসিস প্রযুক্তির মাধ্যমে পরিবেশ থেকে একবার ব্যবহৃত প্লাস্টিক অপসারণ করে জ্বালানিতে রূপান্তরিত করবে এবং পাতলা পলিথিন ও প্লাস্টিক প্রক্রিয়াজাত করে পাইরোলাইসিস তেল এবং কার্বন তৈরি করে করবে। যা থেকে উৎপাদিত তেল ট্রাক্টর, ট্রাক, জাহাজ, ডিজেল চালিত জেনারেটরে ব্যবহার করা যাবে এবং ব্ল্যাক কার্বন ছাপাখানার কালি হিসেবে ব্যবহার করা হবে।
এ সময় ফরিদপুরে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচিত্র উপস্থাপনকালে জানানো হয়, ৬৬ বর্গ কিলোমিটার আয়তনের ফরিদপুর পৌরসভা থেকে প্রতিদিন ৬.২ টন সিংগেল-ইউজড পলিথিন ও প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। যা থেকে মাত্র ৩০ শতাংশ বর্জ্য রিসাইক্লিং করা হচ্ছে। আগামী কয়েক বছরের মাধ্যমে তা ৫০ শতাংশে নিয়ে আসা হবে বলে জানানো হয়।
দেশে প্রথমবারের মতো ফরিদপুরে পলিথিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন পৌর মেয়র অমিতাভ বোস। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর তৈরি করতে ফরিদপুর পৌরসভা প্রতিশ্রুতিবদ্ধ। এ উদ্যোগের মাধ্যমে শহরের বাসিন্দাদের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।
এ সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. জিয়াউল হক, ইউএনআইডিও এর প্রতিনিধি ড. জাকিউজ্জামান, ডাব্লিউএসইউপি এর কান্ট্রি ম্যানেজার প্রকৌশলী উত্তম কুমার সাহা এবং প্রাক্টিক্যাল অ্যাকশনের এশিয়া রিজওনাল পরিচালক ড. অয়ন এ ব্যানার্জি।
সেমিনারে বক্তারা জানান, পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অধিকাংশ একবার ব্যবহৃত প্লাস্টিক ও নরম প্লাস্টিক পরিবেশ, নদী-নালায়, সড়কের পাশে গিয়ে জমা হচ্ছে। যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই বর্জ্য সঠিকভাবে কর্মীদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সে জন্য বর্জ্য সংগ্রহকারী কর্মীদের মূল্যায়নেরও আহ্বান জানান তারা।
এ ছাড়া এসব বর্জ্য বাসা বাড়িতে আলাদা স্থানে রাখা এবং প্লাস্টিক পণ্য কম ব্যবহারের জন্য শহরবাসীদের আহ্বান জানানো হয়।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৩৬ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
৩৯ মিনিট আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে