Ajker Patrika

নির্বাচন কমিশন গঠন নিয়ে মানুষের বিন্দুমাত্র আগ্রহ নেই: খসরু

নরসিংদী প্রতিনিধি
নির্বাচন কমিশন গঠন নিয়ে মানুষের বিন্দুমাত্র আগ্রহ নেই: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমানে নির্বাচন কমিশন গঠন নিয়ে মানুষের বিন্দুমাত্র আগ্রহ নেই। যারা নির্বাচন কমিশন গঠনের সঙ্গে যুক্ত হচ্ছে তারাও সরকারের এই ভোট ডাকাতির সঙ্গে জড়িত। এই সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে। তারা বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছে। এখন বাংলাদেশের মানুষ জেগে উঠছে, নরসিংদীর এই জনসমাবেশে মানুষের ঢল দেখেই তা বোঝা যাচ্ছে। আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হবেন এবং তার নেতৃত্বেই এই সরকারের পতন ঘটাতে হবে।

আজ বুধবার বিকেলে নরসিংদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহরের চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান বক্তা সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ তার বক্তব্যে বলেন, এই সরকার পুলিশ দিয়ে কেন্দ্র দখল করে ভোট ছিনিয়েছে। মানুষ এখন আওয়ামী লীগকে ঘৃণা করে। ভোটের সুযোগ পেলে মানুষ হিজড়াকে ভোট দেয়, আওয়ামী লীগকে ভোট দেয় না। এখন যেই নির্বাচন কমিশন গঠন করার চিন্তা করছে সরকার, তা না করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। 

জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সদস্য আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ সভাপতি মনজুর এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। 

এর আগে দুপুরের পর থেকে জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিদেশে পাঠানোর দাবিতে স্লোগান দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত