নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে পৃথক ঘটনায় রামপুরা ও লালবাগে ভবন থেকে নিচে পড়ে দুজন মারা গেছেন। নিহতেরা হলেন শ্রমিক শাকিল আহমেদ (২২) ও নাসির উদ্দিন বাদল (৬৮)। আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী রশিদুল ইসলাম জানান, তাঁরা আট থেকে নয় মাস ধরে রামপুরা উলন রোডের একটি নির্মাণাধীন আটতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিল। সকাল ৮টার দিকে ভবনটির বাইরের দিকের বাঁশের মাচা খোলার সময় শাকিল দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান। শাকিল মুগদার মান্ডা এলাকায় থাকতেন।
এদিকে মৃত বাদলের ছেলে মো. মিজানুর রহমান জানান, তাঁরা লালবাগের হরনাথ ঘোষ রোডের ৫৯ নম্বর বাড়ির ষষ্ঠতলায় থাকেন। বাড়িটি তাঁদের নিজেদের। বাবা আগে চামড়ার ব্যবসা করতেন, গত ১০-১২ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য তাঁকে বেশির ভাগ সময়ই রুমের ভেতরে আটকে রাখা হতো। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করানো হচ্ছিল।
মিজান আরও জানান, দরজা বন্ধ থাকায় আজ সকাল ৮টার দিকে তিনি জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। সেখান থেকেই তিনি ভবনটির তৃতীয় তলায় পড়ে গুরুতর আঘাত পান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
লালবাগ থানার এসআই অলোক কুমার বিশ্বাস বলেন, মৃত বাদলের আত্মীয়স্বজনের কাছ থেকে জানতে পেরেছি তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।
এসআই আরও জানান, বাদল সবার চোখের আড়ালে একা একা বাসার বাইরে চলে যেতেন। স্বজনেরা তাঁকে ঘরে বন্দী করে রাখত। আজ সকালে বাসার জানালা দিয়ে বের হওয়ার সময় নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে এলে মারা যান।
রাজধানীতে পৃথক ঘটনায় রামপুরা ও লালবাগে ভবন থেকে নিচে পড়ে দুজন মারা গেছেন। নিহতেরা হলেন শ্রমিক শাকিল আহমেদ (২২) ও নাসির উদ্দিন বাদল (৬৮)। আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী রশিদুল ইসলাম জানান, তাঁরা আট থেকে নয় মাস ধরে রামপুরা উলন রোডের একটি নির্মাণাধীন আটতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিল। সকাল ৮টার দিকে ভবনটির বাইরের দিকের বাঁশের মাচা খোলার সময় শাকিল দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান। শাকিল মুগদার মান্ডা এলাকায় থাকতেন।
এদিকে মৃত বাদলের ছেলে মো. মিজানুর রহমান জানান, তাঁরা লালবাগের হরনাথ ঘোষ রোডের ৫৯ নম্বর বাড়ির ষষ্ঠতলায় থাকেন। বাড়িটি তাঁদের নিজেদের। বাবা আগে চামড়ার ব্যবসা করতেন, গত ১০-১২ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য তাঁকে বেশির ভাগ সময়ই রুমের ভেতরে আটকে রাখা হতো। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করানো হচ্ছিল।
মিজান আরও জানান, দরজা বন্ধ থাকায় আজ সকাল ৮টার দিকে তিনি জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। সেখান থেকেই তিনি ভবনটির তৃতীয় তলায় পড়ে গুরুতর আঘাত পান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
লালবাগ থানার এসআই অলোক কুমার বিশ্বাস বলেন, মৃত বাদলের আত্মীয়স্বজনের কাছ থেকে জানতে পেরেছি তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।
এসআই আরও জানান, বাদল সবার চোখের আড়ালে একা একা বাসার বাইরে চলে যেতেন। স্বজনেরা তাঁকে ঘরে বন্দী করে রাখত। আজ সকালে বাসার জানালা দিয়ে বের হওয়ার সময় নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে এলে মারা যান।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২০ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
২৭ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩১ মিনিট আগে