ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বিকট শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের পাল্টাপাল্টি-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গত শনিবার (১১ মার্চ) রাতে শহরের ভৈরবপুর উত্তর পাড়া আলিম সরকারের বাড়ির সঙ্গে ভৈরবপুর দক্ষিণ পাড়া বাওরার বাড়ির কিশোর গ্যাংয়ের মধ্যে এই সংঘর্ষ হয়।
গুরুতর আহত ব্যক্তি হলেন—দক্ষিণ পাড়ার উজ্জ্বল মিয়ার ছেলে সোহানুর রহমান সোহান। এ ছাড়াও আহত পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল সাজিদুর রহমান সাজিদ ও কনস্টেবল আমিনুল ইসলাম। বাকি পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে ভৈরবপুর উত্তর পাড়ার আলিম সরকার বাড়ির নূরের সঙ্গে বাওরার বাড়ির প্রান্তসহ কয়েকজন তরুণের মোটরসাইকেলের সাইলেন্সারের বিকট শব্দ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দ মীমাংসার উদ্যোগ নেন। কিন্তু এর আগেই রাত সাড়ে ৭টার দিকে দুই গ্রুপের কিশোররা বল্লম, রামদা ও টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী দফায় দফায় পাল্টাপাল্টি-ধাওয়া ও সংঘর্ষ থামাতে পুলিশ ৫১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বাওরার বাড়ির প্রান্ত বলেন, ‘আলিম সরকার বাড়ির ছেলেরা প্রতিনিয়তই মোটরসাইকেলের সাইলেন্সারের মাধ্যমে বিকট শব্দে রাস্তায় চলাফেরা করে। গত শুক্রবার এবং শনিবার বিকেলে নূর ও হলুদ নামে দুটি ছেলে একইভাবে মোটরসাইকেলে বিকট শব্দ করে আমাদেরকে উত্তেজিত করে। এ নিয়ে বাগ্বিতণ্ডা হলে আমাদের এলাকার কিছু মুরব্বিদের সঙ্গেও তারা বাজে ব্যবহার ও অকথ্য ভাষায় গালাগালি করে।’
অপরদিকে আলিম সরকার বাড়ির শরীফ মিয়া বলেন, ‘ইটালী থেকে আমাদের এলাকার নুরু মিয়া দেশে এসে তার মোটরসাইকেলে সাইলেন্সার লাগিয়ে গতকাল ট্রায়াল দিতে গিয়ে বাওরার বাড়ির দিকে গেলে তাকে আটকে রাখে। পরে বিষয়টি সমাধানে স্থানীয় নেতৃবৃন্দ উদ্যোগ নেন। কিন্তু এর আগেও তারা আমাদের বাড়িতে এসে হামলা চালায়।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রপাত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, ‘মোটরসাইকেলের বিকট শব্দ নিয়ে কেন্দ্র করে দু-গ্রুপের কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে ৫১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
কিশোরগঞ্জের ভৈরবে বিকট শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের পাল্টাপাল্টি-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গত শনিবার (১১ মার্চ) রাতে শহরের ভৈরবপুর উত্তর পাড়া আলিম সরকারের বাড়ির সঙ্গে ভৈরবপুর দক্ষিণ পাড়া বাওরার বাড়ির কিশোর গ্যাংয়ের মধ্যে এই সংঘর্ষ হয়।
গুরুতর আহত ব্যক্তি হলেন—দক্ষিণ পাড়ার উজ্জ্বল মিয়ার ছেলে সোহানুর রহমান সোহান। এ ছাড়াও আহত পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল সাজিদুর রহমান সাজিদ ও কনস্টেবল আমিনুল ইসলাম। বাকি পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে ভৈরবপুর উত্তর পাড়ার আলিম সরকার বাড়ির নূরের সঙ্গে বাওরার বাড়ির প্রান্তসহ কয়েকজন তরুণের মোটরসাইকেলের সাইলেন্সারের বিকট শব্দ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দ মীমাংসার উদ্যোগ নেন। কিন্তু এর আগেই রাত সাড়ে ৭টার দিকে দুই গ্রুপের কিশোররা বল্লম, রামদা ও টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী দফায় দফায় পাল্টাপাল্টি-ধাওয়া ও সংঘর্ষ থামাতে পুলিশ ৫১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বাওরার বাড়ির প্রান্ত বলেন, ‘আলিম সরকার বাড়ির ছেলেরা প্রতিনিয়তই মোটরসাইকেলের সাইলেন্সারের মাধ্যমে বিকট শব্দে রাস্তায় চলাফেরা করে। গত শুক্রবার এবং শনিবার বিকেলে নূর ও হলুদ নামে দুটি ছেলে একইভাবে মোটরসাইকেলে বিকট শব্দ করে আমাদেরকে উত্তেজিত করে। এ নিয়ে বাগ্বিতণ্ডা হলে আমাদের এলাকার কিছু মুরব্বিদের সঙ্গেও তারা বাজে ব্যবহার ও অকথ্য ভাষায় গালাগালি করে।’
অপরদিকে আলিম সরকার বাড়ির শরীফ মিয়া বলেন, ‘ইটালী থেকে আমাদের এলাকার নুরু মিয়া দেশে এসে তার মোটরসাইকেলে সাইলেন্সার লাগিয়ে গতকাল ট্রায়াল দিতে গিয়ে বাওরার বাড়ির দিকে গেলে তাকে আটকে রাখে। পরে বিষয়টি সমাধানে স্থানীয় নেতৃবৃন্দ উদ্যোগ নেন। কিন্তু এর আগেও তারা আমাদের বাড়িতে এসে হামলা চালায়।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রপাত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, ‘মোটরসাইকেলের বিকট শব্দ নিয়ে কেন্দ্র করে দু-গ্রুপের কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে ৫১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
নিহত দুজন হলেন নেজাম উদ্দিন (৪৬) ও আবু ছালেক (৩৮)। তাঁরা দুজনই উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা এবং জামায়াতের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
১২ মিনিট আগেপাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনেই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ চার নেতাকে বেধড়ক মারধর করেছেন বিএনপি নেতারা। অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় ইউএনওকে মারতে গেলে জামায়াতের...
২৮ মিনিট আগেবরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৯ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৯ ঘণ্টা আগে