Ajker Patrika

ঢাকা হবে পথচারীবান্ধব শহর: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা হবে পথচারীবান্ধব শহর: মেয়র তাপস

ঢাকাকে পথচারী বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার রাজধানীর আগা সাদেক সড়ক ও আবুল হাসনাত সড়কে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

মেয়র বলেন, ‘রাজধানীতে কোনো সড়কের ওপর ভবনের র‍্যাম্প, সিঁড়ি পাওয়া গেলে আমরা সেগুলো অপসারণ করি। আমরা চাই, মানুষ ঢাকা শহরে স্বাচ্ছন্দ্যে হেঁটে চলবে। যেখানেই ২০ ফুটের ঊর্ধ্বে প্রশস্ত সড়কে পাব সেখানেই ২০ ফুট যাতায়াতের জন্য রেখে বাকিটা আমরা হাঁটার পথ করার নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, ঢাকা শহরের ৪০ ভাগ মানুষ হেঁটে পথ চলে। সুতরাং, তাঁরা যেন স্বাচ্ছন্দ্যে পথ চলে পথচারীবান্ধব একটি শহর পেতে পারি, সে লক্ষ্যেই আমরা কার্যক্রম হাতে নিয়েছি।’ 

জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের ফলে এ বছর ঢাকাবাসী গত বছরের চেয়ে বেশি সুফল পাবে মন্তব্য করে মেয়র বলেন, ‘গত বছরই আমরা জলাবদ্ধতা সৃষ্টি হয় এ রকম শতাধিক জায়গা চিহ্নিত করেছি। সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। এই কাজ সম্পন্ন হলে ঢাকাবাসী সুফল পাবে।’

নর্দমা ও খালে সোকওয়েল ও সেপটিক ট্যাংক সংযোগ বজায় রেখে খাল দূষণমুক্ত রাখা সম্ভব কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এক বছর আগেই আমরা বলেছি নতুন ভবন ও স্থাপনা নির্মাণ করতে হলে সেখানে যত মানুষ বাস করবে সেই হিসেবটা করে তাঁদের নির্দিষ্ট সেপটিক ট্যাংক এবং সোকওয়েল থাকতে হবে। নতুন করে যেসব আবাসান হবে, সেখানে অবশ্যই অবশ্যই সেপটিক ট্যাংক, সোকওয়েল থাকতে হবে এবং পুরোনো যে ভবনগুলো আছে সেগুলোতেও পর্যায়ক্রমে তা যুক্ত করতে হবে। এর ফলে খালের দূষণ কমে আসবে।’ 

এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত