Ajker Patrika

মোটরসাইকেল ছিনতাইয়ের পর চালকের মুখমণ্ডলে পেট্রল দিয়ে আগুন দেন তাঁরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২১: ২৮
মোটরসাইকেল ছিনতাইয়ের পর চালকের মুখমণ্ডলে পেট্রল দিয়ে আগুন দেন তাঁরা 

রাজধানীর বিভিন্ন স্থানে নিজের মোটরসাইকেল ভাড়ায় চালাতেন সাইফুল। ১৩ মার্চ সাইফুলের মোটরসাইকেলটি ছিনতাই করার পরিকল্পনা করেন মাসুক ও ফয়সাল। পরিকল্পনা অনুযায়ী তাঁকে মিরপুর ১৪ থেকে মাসুক তিন হাজার টাকা ভাড়ায় সাইফুলকে নিয়ে নেত্রকোনার উদ্দেশে রওনা দেন। গাজীপুর চৌরাস্তা থেকে একই বাইকে উঠে ফয়সালও। নেত্রকোনা শহরে পৌঁছার পর ফয়সালকে পেছন থেকে রাস্তার পাশের পাথর দিয়ে মাথায় সজোরে আঘাত করা হয়। মাটিতে পড়ে অচেতন হয়ে গেলে ছুরি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। পরিচয় গোপন করতে পরিহিত শার্ট-প্যান্ট খুলে তাঁর মুখমণ্ডল পেঁচিয়ে মোটরসাইকেলের পেট্রল দিয়ে মুখমণ্ডল আগুন দিয়ে পালিয়ে আসেন। এরপর মোটরসাইকেল নিয়ে মাসুক ও ফয়সাল আত্মগোপনে চলে যান। 

এ ঘটনায় গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে র‍্যাব-১৪-এর একটি দলের হাতে গ্রেপ্তার হয় মাসুক ও ফয়সাল। 

আজ সোমবার (১৮ মার্চ) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেনে। 

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, মাসুক ও ফয়সাল মূলত আন্তজেলা মোটরসাইকেল ছিনতাই-চুরি চক্রের সদস্য। সাইফুল তিন-চার বছর যাবৎ রাজধানীর মিরপুরে বসবাস করে আসছিলেন। রাজধানীর বিভিন্ন স্থানে তাঁর ব্যক্তিগত মোটরসাইকেল দিয়ে ভাড়ায় চালাতেন। গত ১০-১৫ দিন আগে গ্রেপ্তার মাসুক গ্রেপ্তার ফয়সালকে জানায় তাঁর ভাগনের একটা মোটরসাইকেল দরকার। সেই সুবাদে মাসুক তাঁর ভাগনের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে ফয়সালকে দেন। কিন্তু ফয়সাল বাইক দিতে না পারায় মাসুক চাপ দিতে থাকেন। পরে দুজন মিলে ফয়সালের মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করেন। 

গ্রেপ্তার মাসুক সম্পর্কে র‍্যাব মুখপাত্র বলেন, রাজধানীর মিরপুর ১৪ এলাকায় বসবাস করতেন মাসুক। দিনে রাজমিস্ত্রির কাজ আর সন্ধ্যায় ভ্যানে করে কাপড় বিক্রির আড়ালে মোটরসাইকেল ছিনতাই করতেন তিনি। হত্যাকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়লে তিনি গ্রেপ্তার এড়াতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় আত্মগোপন করেন। পরবর্তী সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় র‍্যাব কর্তৃক গ্রেপ্তার হন। 

গ্রেপ্তার ফয়সাল রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালানোর পাশাপাশি মোটরসাইকেল ছিনতাই করতেন। হত্যাকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়লে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে রাজধানীর দক্ষিণখান এলাকায় আত্মগোপন করে। পরবর্তী সময় রাজধানীর দক্ষিণখান এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় র‍্যাব কর্তৃক গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত