Ajker Patrika

মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৪৯
Thumbnail image

রাজধানীর মোহাম্মদপুরে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিল্পী আক্তার (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেট-সংলগ্ন বিহারি ক্যাম্পে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

শিল্পীর মা বিউটি আক্তার জানান, তাঁরা মোহাম্মদপুর কৃষি মার্কেট-সংলগ্ন ক্যাম্পে পাঁচতলা ভবনের পাঁচতলায় থাকেন। শিল্পী ঘরেই কারচুপির কাজ করতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে শিল্পী তৃতীয়। ঘটনার সময় ছাদে কাপড় শুকাতে দিতে গিয়েছিলেন। সেখান থেকে পাশের একতলা টিনের ওপর পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে তাঁর স্বজনেরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত