Ajker Patrika

ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ 

মাদারীপুর প্রতিনিধি
ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ 

মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা ইউনিয়নের বারাদী গ্রামের তহুরুল শেখ (৩১), গোপালগঞ্জের সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বাড়ৈকান্দি গ্রামের কৌশিক হীরা (৩৮), মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের অনিমেষ গাইন (৩১) ও একই গ্রামের দেবাশীষ মন্ডল (৩১)।

আজ বুধবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম আরও জানান, একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজৈরের সুতারকান্দি একটি আম বাগানে অভিযানে যায় রাজৈর থানা–পুলিশের একটি দল। পরে সেখান থেকে দেবাশীষ মন্ডল, অনিমেষ গাইন, কৌশিক হীরা ও তহুরুল শেখ নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

উদ্ধার করা দেশিয় অস্ত্র। ছবি: আজকের পত্রিকাতাঁদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে দুটি বড় রাম দা, ছোড়া, ঘরভাঙ্গার সরঞ্জাম, গ্রিল ও লোহার গেট ভাঙ্গা মেশিন জব্দ করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলাও আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত