Ajker Patrika

শ্বশুর-জামাই মিলে অন্যের জমি দখলের অভিযোগ

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০০: ২৮
সংবাদ সম্মেলন করেন মোহাম্মাদ আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলন করেন মোহাম্মাদ আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আমিন বাজার এলাকায় জামাই-শশুর মিলে অন্যের জমি দখলের অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মাদ আমিনুল ইসলাম নামে স্থানীয় এক ভুক্তভোগী। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে আমিনুল বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাভার আমিন বাজার ইউনিয়ন শাখার সহসভাপতি দেলোয়ার হোসেন ডালি ও তার জামাই বাহাউদ্দিন বাহার, বর্তমান স্থানীয় বিএনপির ওয়ার্ড নেতা পরিচয়ে আমার ১২.৫০ শতাংশ জমি দখল করে তাতে নির্মাণ কাজ করছে।

আমার স্ত্রী, আমার বড় ভাইয়ের পৈত্রিক ও ক্রয় সূত্রে এই জমি। দীর্ঘদিন যাবত আনোয়ার হোসেনের সঙ্গে মামলা চলমান অবস্থায়, বাহা উদ্দিন বাহার জমি ক্রয় করেন। তারপরেই জোর জবরদস্তি করি জমি দখল করার চেষ্টা করেন। তারা সম্পর্কে শুশুর–জামাই।

আমিনুল আরও বলেন, যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের নাম ভেঙে তারা শশুর–জামাই এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাইয়ে জমি দখল করেন। এ ছাড়া এলাকায় সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও নানা হয়রানি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বলেও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত