গাজীপুর প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলা-গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে তৌহিদী জনতা। গতকাল সোমবার দুপুরের পর বিক্ষোভ মিছিল শেষে তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানি ডিলারসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের সাইন বোর্ড ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিয়াম খান অনিক, শিমুল আহাম্মেদ শাওন, শাহীন ও জয়নাল আবেদীন। গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সোমবার দুপুর ২টার পর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলা-গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে বোর্ডবাবারের উত্তর পাশে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) গেট পর্যন্ত গিয়ে আবার বোর্ড বাজারে এসে শেষ হয়। মিছিলে প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন।
তিনি আরও বলেন, এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।
স্থানীয়রা আরও জানান, শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হলেও ফিরে যাওয়ার সময় মিছিলে অংশ নেওয়াদের একাংশ বোর্ডবাজার এলাকার রুচি রাজ রেস্টুরেন্ট, তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং রাঁধুনি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থাকা ইসরায়েলি পণ্যের (পেপসি, সেভেন আপ, কোকাকোলা) সাইনবোর্ড প্রদর্শনের অভিযোগে সে সব লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে ভাঙচুর চালায়। এ ছাড়াও একই সময়ে বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের নিচ তলায় অবস্থিত বাটার শোরুমেও ইট-পাটকেল নিক্ষেপ এবং সাইনবোর্ড ভাঙচুর করে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলা-গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে তৌহিদী জনতা। গতকাল সোমবার দুপুরের পর বিক্ষোভ মিছিল শেষে তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানি ডিলারসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের সাইন বোর্ড ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিয়াম খান অনিক, শিমুল আহাম্মেদ শাওন, শাহীন ও জয়নাল আবেদীন। গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সোমবার দুপুর ২টার পর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলা-গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে বোর্ডবাবারের উত্তর পাশে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) গেট পর্যন্ত গিয়ে আবার বোর্ড বাজারে এসে শেষ হয়। মিছিলে প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন।
তিনি আরও বলেন, এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।
স্থানীয়রা আরও জানান, শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হলেও ফিরে যাওয়ার সময় মিছিলে অংশ নেওয়াদের একাংশ বোর্ডবাজার এলাকার রুচি রাজ রেস্টুরেন্ট, তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং রাঁধুনি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থাকা ইসরায়েলি পণ্যের (পেপসি, সেভেন আপ, কোকাকোলা) সাইনবোর্ড প্রদর্শনের অভিযোগে সে সব লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে ভাঙচুর চালায়। এ ছাড়াও একই সময়ে বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের নিচ তলায় অবস্থিত বাটার শোরুমেও ইট-পাটকেল নিক্ষেপ এবং সাইনবোর্ড ভাঙচুর করে।
আওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
২ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
২ ঘণ্টা আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আতঙ্ক হিসেবে পরিচিত মোখলেসুর রহমান সুমন (৩৬)। তাঁর অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
২ ঘণ্টা আগে