Ajker Patrika

গাজীপুরে বাটা শোরুমসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সাইন বোর্ড ভাঙচুর, গ্রেপ্তার ৪

গাজীপুর প্রতিনিধি
ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলা-গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে তৌহিদী জনতা। গতকাল সোমবার দুপুরের পর বিক্ষোভ মিছিল শেষে তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানি ডিলারসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের সাইন বোর্ড ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিয়াম খান অনিক, শিমুল আহাম্মেদ শাওন, শাহীন ও জয়নাল আবেদীন। গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সোমবার দুপুর ২টার পর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলা-গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে বোর্ডবাবারের উত্তর পাশে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) গেট পর্যন্ত গিয়ে আবার বোর্ড বাজারে এসে শেষ হয়। মিছিলে প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।

স্থানীয়রা আরও জানান, শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হলেও ফিরে যাওয়ার সময় মিছিলে অংশ নেওয়াদের একাংশ বোর্ডবাজার এলাকার রুচি রাজ রেস্টুরেন্ট, তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং রাঁধুনি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থাকা ইসরায়েলি পণ্যের (পেপসি, সেভেন আপ, কোকাকোলা) সাইনবোর্ড প্রদর্শনের অভিযোগে সে সব লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে ভাঙচুর চালায়। এ ছাড়াও একই সময়ে বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের নিচ তলায় অবস্থিত বাটার শোরুমেও ইট-পাটকেল নিক্ষেপ এবং সাইনবোর্ড ভাঙচুর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত