Ajker Patrika

তদবির-বাণিজ্য ঠেকাতে রাজউকের ৬৭ ইমারত পরিদর্শক বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৬: ২৬
তদবির-বাণিজ্য ঠেকাতে রাজউকের ৬৭ ইমারত পরিদর্শক বদলি

তদবির-বাণিজ্য ঠেকাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউকের) ৬৭ জন ইমারত পরিদর্শক ও চারজন উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। আজ সোমবার রাজধানীর মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান আনিছুর রহমান মিঞার উপস্থিতিতে লটারির মাধ্যমে তাঁদের বদলি নির্ধারণ করা হয়। এ সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ৬৭ জন ইমারত নির্মাণ পরিদর্শক গত ৩ থেকে ৯ বছর একই জোনে দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে সেবায় ধীরগতি ও অস্বচ্ছতা চলে আসে। আবার তদবির করে বদলি ঠেকানোর চেষ্টাও চলে। তাই নতুন করে পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি করা হয়।

রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন, ‘আমরা জনগণের চাহিদামতো সেবা দিতে পারছি না। এ জন্য লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে, যাতে সেবার মান বাড়ে।’

লটারির মাধ্যমে বদলি প্রসঙ্গে আনিছুর রহমান আরও বলেন, ‘লটারির মাধ্যমে বদলি হলে তাঁদের কর্মস্পৃহা বাড়বে। তাঁরা মনে করবে তাঁদের বদলি করিনি। এর ফলে তাঁরা কাজ করতে উৎসাহিত হবে। একই ধরনের কাজ সব জোনে থাকায় তাদের এই পদ্ধতিতে বদলি করা হয়েছে। অনেকের মধ্যে অভিযোগ আছে, তিনি তো অমুক ক্ষমতাশালী ব্যক্তি তদবিরে এসেছেন, তিনি কি কাজ করবেন! সে কারণে আমরা দেখলাম, এভাবে বদলি করা যায়, যেখানে সবাই সমান। এতে করে জনগণের কাছে বার্তা যাবে সে কারও লোক নয়।’

রাজউক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘আপনারা দেখলেন কোনো ধরনের তদবির লাগেনি এই বদলির প্রক্রিয়া সম্পূর্ণ হতে। লটারির মাধ্যমে বদলি ৮ ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে। বদলির আগে যার কাছে যা ফাইল আছে, তা এন্ট্রিসহ বুঝিয়ে দিতে হবে।’ 

জানা গেছে, রাজউকের ইমারত পরিদর্শকের পদ রয়েছে ২৪০ জন। তবে কর্মরত আছেন ১০৩ জন। এই পদে ১৩৭টি শূন্য রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত