অনলাইন ডেস্ক
বহুল আলোচিত ভারতীয় ফেনসিডিল পাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এক মাস আগে উৎপাদিত এই ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করছে, যদিও সাম্প্রতিক সময়ে ভারত থেকে ভিসা বন্ধ থাকায় সীমান্তে কড়াকড়ি চলছে। এ অবস্থায় রাজশাহীতে বিভিন্ন বসতঘর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
আজ রোববার রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা বিভাগ। অভিযানে একটি বসতঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে লিপি বেগম নামের এক নারীকেও গ্রেপ্তার করে। এক দিন আগে সেখান থেকে আরও প্রায় অর্ধ শতাধিক ফেনসিডিল উদ্ধার করে এই গোয়েন্দা বিভাগ।
রাজশাহী গোয়েন্দা বিভাগের উপপরিচালক জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত এলাকায় ভারতে বেশ কয়েকটি ফেনসিডিল কারখানা রয়েছে। তারা সেখানে উৎপাদন করে আর দুই দেশের মাদক কারবারি তা পাচার করে। আমরা সার্বক্ষণিক বিষয়টির ওপর নজরদারি করে থাকি।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘সাতক্ষীরা, রাজশাহী, দিনাজপুর, কুড়িগ্রাম ও কুমিল্লা বিবাড়ীয়া সীমান্ত দিয়েই ফেনসিডিল আসে। তরুণ প্রজন্মের অনেকেই এতে আসক্ত। ডোপ টেস্ট চালুর মাধ্যমে এটিকে নিয়ন্ত্রিত উপায়ে কমিয়ে আনা যায়।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতলগুলো ভারতীয় এবং এগুলো এক মাস আগেই উৎপাদিত। সাধারণত সীমান্তবর্তী এলাকা দিয়ে এই ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করে। যদিও ভিসা বন্ধ থাকায় সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে, তারপরও মাদক কারবারিরা নতুন নতুন পথ বেছে নিচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বিশেষজ্ঞদের মতে, সীমান্তে কড়াকড়ির মধ্যে এভাবে ফেনসিডিল আসা পাচারকারীদের শক্তিশালী নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত প্রচেষ্টা না হলে মাদকের প্রবাহ বন্ধ করা কঠিন হবে।
বহুল আলোচিত ভারতীয় ফেনসিডিল পাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এক মাস আগে উৎপাদিত এই ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করছে, যদিও সাম্প্রতিক সময়ে ভারত থেকে ভিসা বন্ধ থাকায় সীমান্তে কড়াকড়ি চলছে। এ অবস্থায় রাজশাহীতে বিভিন্ন বসতঘর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
আজ রোববার রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা বিভাগ। অভিযানে একটি বসতঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে লিপি বেগম নামের এক নারীকেও গ্রেপ্তার করে। এক দিন আগে সেখান থেকে আরও প্রায় অর্ধ শতাধিক ফেনসিডিল উদ্ধার করে এই গোয়েন্দা বিভাগ।
রাজশাহী গোয়েন্দা বিভাগের উপপরিচালক জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত এলাকায় ভারতে বেশ কয়েকটি ফেনসিডিল কারখানা রয়েছে। তারা সেখানে উৎপাদন করে আর দুই দেশের মাদক কারবারি তা পাচার করে। আমরা সার্বক্ষণিক বিষয়টির ওপর নজরদারি করে থাকি।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘সাতক্ষীরা, রাজশাহী, দিনাজপুর, কুড়িগ্রাম ও কুমিল্লা বিবাড়ীয়া সীমান্ত দিয়েই ফেনসিডিল আসে। তরুণ প্রজন্মের অনেকেই এতে আসক্ত। ডোপ টেস্ট চালুর মাধ্যমে এটিকে নিয়ন্ত্রিত উপায়ে কমিয়ে আনা যায়।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতলগুলো ভারতীয় এবং এগুলো এক মাস আগেই উৎপাদিত। সাধারণত সীমান্তবর্তী এলাকা দিয়ে এই ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করে। যদিও ভিসা বন্ধ থাকায় সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে, তারপরও মাদক কারবারিরা নতুন নতুন পথ বেছে নিচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বিশেষজ্ঞদের মতে, সীমান্তে কড়াকড়ির মধ্যে এভাবে ফেনসিডিল আসা পাচারকারীদের শক্তিশালী নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত প্রচেষ্টা না হলে মাদকের প্রবাহ বন্ধ করা কঠিন হবে।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজ চলছে।
৩৩ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি সড়কে একটি দ্রুত গতির বৌগাড়ীর ধাক্কায় মো. আব্দুল মান্নান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে কুনিয়ারি গ্রামের নিজ বাড়ীর সামনে তিনি নিহত হন। নিহত মান্নান হাওলাদার ওই গ্রামের মৃত আসমান আলী হাওলাদারের ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
১ ঘণ্টা আগেএর আগে ড. শফিউল্লাহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। তবে ড. শফিউল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ ও নোবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. সোলাইমানের ছোট ভাই হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে